ইউসুফ মিয়া:[২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা ও যমুনা নদীর মোহনায় বেড়জালে ধরা পড়া পরেছে ১৩ কেজি ওজনের এক পাঙ্গাস সেই ১৩কেজি পাঙ্গাসমাছ বিক্রি হলো ১৬ হাজার ২ শত ৫০ টাকায় বিক্রি হয়েছে।
[৩] সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ মাছটি এক হাজার ২৫০ টাকা কেজি দরে মোট ১৬ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। আগে আজ গভীর রাতে খালেক সরদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি একনজর দেখতে ৫ নং ফেরি ঘাট এলাকায় ভিড় করেন উৎসুক জনগণ।
[৪] ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ বলেন, ভোরে রাতে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেললে খালেক সরদার নামের এক জেলের জালে বড় এক পাঙ্গাস ধরা পড়ে। পরে মাছটি ওজন দিয়ে দেখা যায় পাঙ্গাসটি ওজন ১৩ কেজি।
[৫] সকালে মাছটি ওই জেলে দৌলতদিয়া ঘাটের আড়তে বিক্রি করতে আনলে তিনি এক হাজার ২৫০ টাকা কেজি দরে কিনে নেন। এখন একটু লাভের মাছটি বিক্রির জন্য ঢাকা সহ বিভিন্ন বড় বড় ব্যবসায়ীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করছেন। সীমিত লাভে মাছটি বিক্রি করবেন।সম্পাদনা:অনন্যা আফরিন