শিরোনাম
◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু ◈ শপথ নিলেন হাইকোর্টের ২১ স্থায়ী বিচারপতি ◈ “আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য নিয়ে দ্বন্দ্ব, ২ লাখ টাকায় মামুন হত্যার চুক্তি”

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিভেঞ্জ ছবির জন্য অ্যাকশন অনুশীলন করছেন বুবলী

ইমরুল শাহেদ: রোমান্টি ঘরানার নায়িকা বুবলী এবার অ্যাকশন অনুশীলন শুরু করেছেন। পরিচালক মোহাম্মদ ইকবাল একজন প্রযোজক হিসেবে জানেন বুবলীর মুক্তি পাওয়া ১১টি ছবির মধ্যে কোনটি ব্যবসা করেছে আর কোনটি করেনি। বাজার পর্যালোচনার ভিত্তিতে ইকবাল জানেন, কিভাবে বুবলীকে পর্দায় উপস্থাপন করতে হবে।

পরী মনিকেও রোমান্টিক ঘরানা থেকে অ্যাকশন করানো হয়েছে। কিন্তু সেভাবে পরী মনিকে দর্শক গ্রহণ করেনি। বুবলীকে অ্যাকশন নায়িকা হিসেবে যদি দর্শক গ্রহণ করে তাহলে সে কৃতিত্ব হবে ইকবালেরই। পরিচালক ইকবাল ৩ মে গুলশানের একটি রেস্তোরাঁয় ইফতার পার্টি আয়োজনের মধ্য দিয়ে রিভেঞ্জ ছবির জুটি বুবলী ও রোশানকে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচিতি অনুষ্ঠানে ইকবাল বলেন, নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে বুবলীকে আমার কাছে মেধাবী মনে হয়েছে। আমি অনেক ছবি প্রযোজনা করেছি। এবারই প্রথম পরিচালনায় নামছি।

ছবি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে চাই না। এটি মারপিটনির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরই মধ্যে মারপিটের অনুশীলন শুরু করেছেন। বুবলী বলেন, আমার প্রথম ছবি বসগিরি হলেও প্রথম সেন্সর পাওয়া ছবি শুটার। যেটির প্রযোজক ইকবাল ভাই। এরপর পাসওয়ার্ড, বীরের পর আবার তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ করতে যাচ্ছি। এটি নিসন্দেহে ভালো লাগার একটা ব্যাপার।

তিনি বলেন, শুরু থেকে আমার প্রায় সবগুলো ছবিতে মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। এই খারাপ সময়েও যারা ছবি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। ‘রিভেঞ্জ’ ছবিটি প্রযোজনা করছে সুনান মাল্টিমিডিয়া।
পরিচালক জানান, ২০ মে থেকে রিভেঞ্জের শুটিং শুরু করবেন। তবে পুরোটা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। কেরানিগঞ্জ ও মাদারীপুর শুটিং হবে রিভেঞ্জ ছবিটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়