শিরোনাম
◈ বাংলাদেশের অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস, প্রবৃদ্ধি বাড়বে বলে পূর্বাভাস আঙ্কটাডের ◈ শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামবেন তারেক রহমান ◈ ইসিতে প্রথম দিনের আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন ◈ আবার ক্রিকেট মাঠে মৃত্যু, এবার মারা গেলেন রঞ্জি ট্রফিতে খেলা মিজোরামের ক্রিকেটার ◈ ‘বিড়িতে সুখ টানেও দাঁড়িপাল্লায় ভোট’ চাওয়া সেই জামায়াত প্রার্থী ফয়জুল হককে শোকজ ◈ একজন সামান্য কর্মী থেকে যেভাবে হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ◈ ১৫ বছরে পুলিশ দলীয় পুলিশ হিসেবে গড়ে উঠেছিল: আইজিপি (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ ইংল‌্যা‌ন্ডের মঈন আলী বল‌লেন, বাংলাদেশে ভালো ক্রিকেটার আছে, ত‌বে বিশ্বমানের নেই  ◈ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে মরক্কো

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিভেঞ্জ ছবির জন্য অ্যাকশন অনুশীলন করছেন বুবলী

ইমরুল শাহেদ: রোমান্টি ঘরানার নায়িকা বুবলী এবার অ্যাকশন অনুশীলন শুরু করেছেন। পরিচালক মোহাম্মদ ইকবাল একজন প্রযোজক হিসেবে জানেন বুবলীর মুক্তি পাওয়া ১১টি ছবির মধ্যে কোনটি ব্যবসা করেছে আর কোনটি করেনি। বাজার পর্যালোচনার ভিত্তিতে ইকবাল জানেন, কিভাবে বুবলীকে পর্দায় উপস্থাপন করতে হবে।

পরী মনিকেও রোমান্টিক ঘরানা থেকে অ্যাকশন করানো হয়েছে। কিন্তু সেভাবে পরী মনিকে দর্শক গ্রহণ করেনি। বুবলীকে অ্যাকশন নায়িকা হিসেবে যদি দর্শক গ্রহণ করে তাহলে সে কৃতিত্ব হবে ইকবালেরই। পরিচালক ইকবাল ৩ মে গুলশানের একটি রেস্তোরাঁয় ইফতার পার্টি আয়োজনের মধ্য দিয়ে রিভেঞ্জ ছবির জুটি বুবলী ও রোশানকে উপস্থিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরিচিতি অনুষ্ঠানে ইকবাল বলেন, নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে বুবলীকে আমার কাছে মেধাবী মনে হয়েছে। আমি অনেক ছবি প্রযোজনা করেছি। এবারই প্রথম পরিচালনায় নামছি।

ছবি নির্মাণের ক্ষেত্রে কোনো রকম ছাড় দিতে চাই না। এটি মারপিটনির্ভর ছবি। ফলে রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে হবে। তিনি এরই মধ্যে মারপিটের অনুশীলন শুরু করেছেন। বুবলী বলেন, আমার প্রথম ছবি বসগিরি হলেও প্রথম সেন্সর পাওয়া ছবি শুটার। যেটির প্রযোজক ইকবাল ভাই। এরপর পাসওয়ার্ড, বীরের পর আবার তার প্রযোজনায় ‘রিভেঞ্জ’ করতে যাচ্ছি। এটি নিসন্দেহে ভালো লাগার একটা ব্যাপার।

তিনি বলেন, শুরু থেকে আমার প্রায় সবগুলো ছবিতে মিশা ভাইয়া ছিলেন। এখানেও তিনি আছেন। এই খারাপ সময়েও যারা ছবি নির্মাণের উদ্যোগ নিচ্ছেন তারা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। ‘রিভেঞ্জ’ ছবিটি প্রযোজনা করছে সুনান মাল্টিমিডিয়া।
পরিচালক জানান, ২০ মে থেকে রিভেঞ্জের শুটিং শুরু করবেন। তবে পুরোটা নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। কেরানিগঞ্জ ও মাদারীপুর শুটিং হবে রিভেঞ্জ ছবিটির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়