রিয়াজুর রহমান : [২] চট্টগ্রামে নির্যাতিত নেতাকর্মীদের পরিবারকে ঈদ উপহার প্রদানকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে জাতি এক কঠিন সময় অতিক্রম করছে।
[৩] দিনমজুর, নিম্ন মধ্যবিত্ত ও সর্বস্তরের মানুষগুলো এখন খুব কষ্টের মধ্য দিয়ে তাদের দিন পার করছে। মানুষের এই দুর্যোগ মুহূর্তে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় জনগণের পাশে থাকেন।
[৪] এসময় তিনি আরও বলেন, বিদেশে অবস্থান করলেও সব সময় নেতাকর্মী ও দেশের মানুষের খোজ খবর রাখছেন। যার কারণে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজের পরিবারের সদস্য মনে করেন তারেক রহমান।
[৫] সোমবার (৩ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার গুম, খুন ও নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ ঈদ উপহার প্রদানকালে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: জেরিন আহমেদ