শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৪:৪৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ার ৪৩ ভিক্ষুক যোগ দিল চাকুরীতে, পরিশ্রম করে চলার পরামর্শ দিলেন অন্যদের

আসাদুজ্জামান বাবুল/মাহাবুব সুলতান: [২] দেশের সকল ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি ছেড়ে পরিশ্রম করে জীবিকা ধারন করতে বললেন, সদ্য ভিক্ষাবৃত্তি ছেড়ে চাকুরীতে যোগদানকারী গোপালগঞ্জের কোটালীপাড়ার ৪৩ জন ভিক্ষুক।

[৩] কোটালীপাড়ার ৩৯ জন নারী ও ৪ জন পুরুষসহ মোট ৪৩ জন ভিক্ষুক গত ২মে কোটালীপাড়ায় অবলম্বন নামে একটি কাগজের প্যাকেট তৈরী কারখানায় মজুরীভিত্তিক চাকুরী পেয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছে।

[৪] সোমবার তাদের কর্মজীবনের দ্বিতীয় দিন চৌরখুলী গ্রামের ভিক্ষুক আকমানি বেগম, মমতাজ বেগম, ঝর্না বেগমসহ আরো কয়েকজনের সাথে আলাপকালে তারা বলেন, ৩ হাজার টাকা বেতন ও লভ্যাংশ দিয়ে সংসার চালাতে প্রথমে হয়তো একটু কষ্ট হবে। তাতে কি, কিন্ত পৃথিবীর মানুষতো অন্তত্যপক্ষে দেখবে জানবে যে ভিক্ষুকরাও ভিক্ষাবৃত্তি ছেড়ে পরিশ্রম করে খেতে পারো। যা দেখে অন্যরাও এটি গ্রহণ করবে। তারা আরো বলেন, আমারা প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার মানুষ হিসেবে দেশের জন্য একটা ইতিহাস করতে চাই।আমাদের মরনের পরেও যেন মানুষ মনে করে যে আমারও পারি। তারা বলেন, আমরা আর দেশের বোঝা হবো না।

[৫] প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে কোটালীপাড়া উপজেলা প্রশাসন কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামে (অবলম্বন) নামে কাগজের প্যাকেট তৈরী একটি কারখানাটি গত শনিবার ১ মে দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রথমে উদ্বোধন করেন এরপর তিনি ৪৩ জন ভিক্ষুকের হাতে নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন।

[৬] সমাজের সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পেরে গর্বিত জেলা প্রশাসক শাহিদা সুলতানার এমন মহোতি কাজের জন্য গোটা জেলায় সব শ্রেনীপেশার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।

[৭] বহুদিন ভিক্ষাবৃত্তি পেশার সাথে জড়িত কোটালীপাড়ার চৌরখুলী গ্রামের ৪৩ নারী-পুরুষের পরিচয় রাতারাতি বদলে দেয়া গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ২০ মাস আগে এ জেলায় যোগদানের পর থেকে নানান ধরনের ব্যাতিক্রমী কাজ করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। সাতক্ষীরা জেলার বাসিন্দা শাহিদা সুলতানা কমজীবনের পাশাপাশি একজন কবি ও একজন শিল্পী।সম্পাদনাধ জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়