জেরিন আহমেদ: [২] সোমবার দুপুরে এ ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন । এছাড়া এ ঘটনায় স্থানীয় সরকার বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলামকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
[৩] তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তদন্ত কমিটিকে।
বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মরদেহ বহন ও দাফন খরচ বাবদ নিহত প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে।
[৪] সোমবার (৩ মে) সকাল ৬টার দিকে বাংলাবাজার ঘাটের পুরাতন ফেরিঘাট এলাকায় নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী একটি স্পিডবোট উল্টে যায়।
[৫] এতে নদী থেকে এ পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর আহত অবস্থায় উদ্ধার করা ছয়জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন আরও একজন। সূত্র: বাংলা নিউজ