সালেহ্ বিপ্লব: [২] নিহতরা সবাই স্পিড বোটের যাত্রী বলে জানা গেছে। নিখোঁজ বেশ কয়েক জন। উদ্ধার কাজ চালাচ্ছে নৌ পুলিশ। এসময় জীবিত পাঁচজন উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
[৩] সোমবার (০৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
[৪] এ ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক।
[৫] শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে ৩০ জন যাত্রী নিয়ে মাাদরীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি আসলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সাথে সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি উল্টে যায়।
[৬] খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। ঘটনাস্থল থেকে তিন শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। সাঁতরে তীরে উঠছেন ৪ জন।