শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

মনিরুল ইসলাম: [২] করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোনোমতেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না বলে মনে করে বিএনপি।

[৩] রোববার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

[৪] শনিবার অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনে করেন মির্জা ফখরুল।

[৫] বিএনপির মহাসচিব বলেন, আগেও বাংলাদেশের জরুরি প্রয়োজনের সময় বিভিন্ন পণ্যের রপ্তানি একতরফাভাবে ভারত বন্ধ করেছে। এতে বাংলাদেশকে চরম বিপদাপন্ন হতে হয়েছে। তাই শুধু ভারতের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপির স্থায়ী কমিটির সভা থেকে জানানো হয়েছে।

[৬] করোনার টিকা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের কাছ থেকে কতটা বিচ্ছিন্ন হলে, তারা এ ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।

[৭] মির্জা ফখরুল বলেন, সরকার কর্ণপাত না করে নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধু ভারত থেকে একটি কোম্পানির টিকা সংগ্রহ করতে কার্যক্রম গ্রহণ করে। এতে আজ সমগ্র জাতি বিপদগ্রস্ত হয়েছে।

[৮] চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা সংগ্রহের সুযোগ থাকার পরেও তা করা করা হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়