শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি

মনিরুল ইসলাম: [২] করোনা রোগীর চিকিৎসার জন্য অত্যন্ত জরুরি অক্সিজেন রপ্তানি বন্ধের সিদ্ধান্ত কোনোমতেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না বলে মনে করে বিএনপি।

[৩] রোববার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

[৪] শনিবার অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনে করেন মির্জা ফখরুল।

[৫] বিএনপির মহাসচিব বলেন, আগেও বাংলাদেশের জরুরি প্রয়োজনের সময় বিভিন্ন পণ্যের রপ্তানি একতরফাভাবে ভারত বন্ধ করেছে। এতে বাংলাদেশকে চরম বিপদাপন্ন হতে হয়েছে। তাই শুধু ভারতের ওপর নির্ভর না করে বিকল্প উৎস থেকে অক্সিজেনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির ব্যবস্থা গ্রহণের দাবি বিএনপির স্থায়ী কমিটির সভা থেকে জানানো হয়েছে।

[৬] করোনার টিকা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার কতটা দায়িত্বহীন হলে, কতটা অযোগ্য হলে, জনগণের কাছ থেকে কতটা বিচ্ছিন্ন হলে, তারা এ ব্যাপারে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।

[৭] মির্জা ফখরুল বলেন, সরকার কর্ণপাত না করে নিজস্ব দুর্নীতিপরায়ণ কোম্পানির মাধ্যমে শুধু ভারত থেকে একটি কোম্পানির টিকা সংগ্রহ করতে কার্যক্রম গ্রহণ করে। এতে আজ সমগ্র জাতি বিপদগ্রস্ত হয়েছে।

[৮] চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা সংগ্রহের সুযোগ থাকার পরেও তা করা করা হয়নি বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়