শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের মহাকাশ নীতির নেতৃত্ব দেবেন কমলা হ্যারিস

রাশিদুল ইসলাম : [২] বাইডেন প্রশাসন কমলা হ্যারিসকেই ন্যাশনাল স্পেস কাউন্সিলের প্রধান হিসেবে বেছে নিয়েছে। কমলাকেই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণায় নেতৃত্ব দেওয়ার উপযুক্ত ব্যক্তি বলে মনে করছে বাইডেন প্রশাসন। আরটি

[৩] বাইডেন প্রশাসন আশা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ নীতিতে কমলা হ্যারিস বৈচিত্র নিয়ে আসবেন এবং জলবায়ু পরিবর্তনকে প্রাধান্য দেবেন।

[৪] যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা নাসা’র প্রধান বিল নেলসন বাইডেন প্রশাসনের এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। বিল বলেন কমলা হ্যারিস ফেডারেল সরকারের মহাকাশ নীতি পরিচালনার ক্ষেত্রে নিখুঁত ব্যক্তি।

[৫] কমলা হ্যারিস একজন প্রশিক্ষণপ্রাপ্ত আইনজীবী, যদিও রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে তিনি ব্যর্থ হয়েছেন তবে ফৌজদারি বিচার, জলবায়ু পরিবর্তন, মধ্যবিত্তের কর কমানো, সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা, ১৫ ডলার ন্যূনতম মজুরি নিশ্চিত এবং গর্ভপাতের অধিকার রক্ষায় তিনি বলীষ্ঠ ভূমিকা রেখেছেন। কমলা হ্যারিস দক্ষিণ এশীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট।

[৬] গত ফেব্রুয়ারিতে কমলা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী ভিক্টর গ্লোভারকে ফোন অভিনন্দন জানান।

[৭] কমলা হ্যারিস নিজেও তার নতুন এ নিয়োগকে স্বাগত জানান। কমলা বলেন, আমি আগেও বলেছি যখন আমরা চাঁদে অভিযান শুরু করি তখন সেই গ্রহের বুকে যুক্তরাষ্ট্রের পতাকা উড়েছে। ন্যাশনাল স্পেস কাউন্সিলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে নিজেকে সন্মানিত বোধ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়