শিরোনাম
◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয় ◈ শালীর সঙ্গে প্রেমের সম্পর্ক, বিয়ে হওয়ায় জমে ওঠে তীব্র ক্ষোভ শালীর স্বামীকে ডেকে খুন ◈ তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ হিসেবে সম্বোধন করলেন মির্জা ফখরুল  ◈ ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য মুখিয়ে আছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির ◈ ধানের শীষের সঙ্গে গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেবেন : তারেক রহমান ◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ টাকা মূল্যের চোরাই বৈদ্যুতিক ক্যাবল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

সুজন কৈরী: রাজধানীর মিরপুর এলাকায় ডেসকোর ৩৩ হাজার ভোল্টেজ প্রজেক্টের ১৬৫ মিটার ক্যাবলসহ ড্রাম চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরদের নাম- আলামিন মোল্লা (২৬), মিলন (৩৫), জাহিদ হাসান ওরফে জসীম (৩৯) ও আব্দুল আউয়াল (৪২)। অভিযানকালে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া ১৬৫ মিটার বৈদ্যুতিক ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি ক্রেন জব্দ করা হয়েছে।

গত শুক্রবার রাজধানীর পল্লবী ও ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, মিরপুর পশ্চিম কাজীপাড়া বেগম রোকেয়া স্মরণী মেট্রোরেল পিলার নং-২৬৭/২৬৮ এর মধ্যখানে রাস্তার উপর রাখা ডেসকো ৩৩ হাজার ভোল্টেজের আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের ১৬৫মিটার ক্যাবলসহ ড্রাম চুরি হয়। এ ঘটনায় ঠিকাদার আবুল কাইয়ুম (৪২) ২৯ এপ্রিল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং চুরির ঘটনায় আলামিনকে সনাক্ত ও পল্লবীর ৭ নম্বর সেকশন থেকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে চুরির ঘটনায় জড়িত সহযোগী মিলনকে পল্লবীর ১২ নম্বর সেকশন থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে নারায়ণগঞ্জের কেওডালা দাদা মার্কেটের গ্যারেজ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি ক্রেন জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যে দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর কলাকান্দি চায়না কোম্পানীর গোডাউনে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১ হাজার ৭৭৫ কেজি ওজনের বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। এ সম চুরি কাজে জড়িত অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে ওসি বলেন, তারা প্রত্যেকে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তার জসীম নিজেকে পিডিবির ঠিকাদার পরিচয় দিয়ে কৌশলে মূল্যবান ক্যাবলের খোঁজখবর নিয়ে আলামিন ও মিলনকে দিয়ে ক্যাবল চুরি করান। এক্ষেত্রে তারা ক্রেন ও পিকআপ ব্যবহার করেন। চুরি করা ক্যাবল আউয়ালের কাছে বিক্রি করেন। আউয়াল ক্যাবলের তামা ও এ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক কাভার আলাদা আলাদা করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়