শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৫:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ লাখ টাকা মূল্যের চোরাই বৈদ্যুতিক ক্যাবল উদ্ধারসহ গ্রেপ্তার ৪

সুজন কৈরী: রাজধানীর মিরপুর এলাকায় ডেসকোর ৩৩ হাজার ভোল্টেজ প্রজেক্টের ১৬৫ মিটার ক্যাবলসহ ড্রাম চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃরদের নাম- আলামিন মোল্লা (২৬), মিলন (৩৫), জাহিদ হাসান ওরফে জসীম (৩৯) ও আব্দুল আউয়াল (৪২)। অভিযানকালে আনুমানিক ১০ লাখ টাকা মূল্যের চুরি যাওয়া ১৬৫ মিটার বৈদ্যুতিক ক্যাবল ও চুরির কাজে ব্যবহৃত একটি ক্রেন জব্দ করা হয়েছে।

গত শুক্রবার রাজধানীর পল্লবী ও ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে রোববার জানিয়েছে পুলিশ।

মিরপুর মডেল থানার ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, মিরপুর পশ্চিম কাজীপাড়া বেগম রোকেয়া স্মরণী মেট্রোরেল পিলার নং-২৬৭/২৬৮ এর মধ্যখানে রাস্তার উপর রাখা ডেসকো ৩৩ হাজার ভোল্টেজের আন্ডারগ্রাউন্ড প্রজেক্টের ১৬৫মিটার ক্যাবলসহ ড্রাম চুরি হয়। এ ঘটনায় ঠিকাদার আবুল কাইয়ুম (৪২) ২৯ এপ্রিল থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলের আশপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন এবং চুরির ঘটনায় আলামিনকে সনাক্ত ও পল্লবীর ৭ নম্বর সেকশন থেকে গ্রেপ্তার করেন। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে চুরির ঘটনায় জড়িত সহযোগী মিলনকে পল্লবীর ১২ নম্বর সেকশন থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতে নারায়ণগঞ্জের কেওডালা দাদা মার্কেটের গ্যারেজ থেকে চুরির কাজে ব্যবহৃত একটি ক্রেন জব্দ করা হয়। এছাড়া গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্যে দক্ষিণ কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুর কলাকান্দি চায়না কোম্পানীর গোডাউনে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১ হাজার ৭৭৫ কেজি ওজনের বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। এ সম চুরি কাজে জড়িত অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্যে ওসি বলেন, তারা প্রত্যেকে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। গ্রেপ্তার জসীম নিজেকে পিডিবির ঠিকাদার পরিচয় দিয়ে কৌশলে মূল্যবান ক্যাবলের খোঁজখবর নিয়ে আলামিন ও মিলনকে দিয়ে ক্যাবল চুরি করান। এক্ষেত্রে তারা ক্রেন ও পিকআপ ব্যবহার করেন। চুরি করা ক্যাবল আউয়ালের কাছে বিক্রি করেন। আউয়াল ক্যাবলের তামা ও এ্যালুমিনিয়াম এবং প্লাস্টিক কাভার আলাদা আলাদা করে বিভিন্ন অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়