ওয়ালিউল্লাহ সিরাজ: [২] মসজিদের ম্যানেজিং কমিটির যুগ্ম সচিব মোহাম্মদ সেলিম বলেন, ভারতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। মানুষের অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমরা মসজিদে কোয়ারেন্টাইন তৈরি করেছি। ১০টি বেড আছে। এখানে আসার জন্য মানুষ আমাদেরকে ফোন দিচ্ছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদেরকে ভর্তি করছি। মুসলিম মিরর
[৩] তিনি আরও বলেন, আমরা ওষুধ, মাস্ক, সেনিটাইজার আর পিপিই’র ব্যবস্থা করতে পেরেছি। রোগীদের খাবারেরও ব্যবস্থা করছি। কিন্তু এখনও অক্সিজেনের ব্যবস্থা করতে পারিনি। তবে চেষ্টা করছি। দ্রুতই ব্যবস্থা করতে পারবো।
Anil Waswani, a local from Indian state of Gujarat explains how Muslims are tirelessly working in providing relief and helping families to cremate the bodies of their loved ones dying from #COVID19 pic.twitter.com/iM9PYXuA4X
— Indian American Muslim Council (@IAMCouncil) April 27, 2021
[৪] ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিলের টুইটারে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে দেখা যায় অনিল ওয়াসওয়ানি বলেছেন, মুসলিম পরিবারগুলো আমাদের অনেকভাবে সহযোগিতা করছেন। এই মহামারির সময় তারা আমাদের পরিবারেরগুলোর কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। মরদেহের সৎকার করছেন। বিভিন্নভাবে তারা আমাদের পাশে দাঁড়াচ্ছেন। এটা সত্যিই তাদের বড় মনের পরিচয়।
[৫] দৈনিক সংক্রমণে শুক্রবার ভারত নতুন রেকর্ড করেছে। প্রথমবারের মতো একদিনে করোনা শনাক্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৩ হাজার ৫২৩ জন। সম্পাদনা:সালেহ্ বিপ্লব