শিরোনাম
◈ বাংলাদেশি আম্পায়ার ভারতে আসতে পারলে বাংলাদেশ দল কেন বিশ্বকাপ খেলতে পারবে না: ভারতীয় গণমাধ্যমগুলোর দা‌বি ◈ ফুটবলে দর্শককে লাল কার্ড দেখি‌য়ে নজীরবিহীন ঘটনার জম্ম দি‌লেন রেফা‌রি ◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে খাস জমি থেকে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

মোঃআদনান হোসেন: ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকার ধামরাইয়ে উজাড় হয়ে যাচ্ছে কৃষি জমি ও গ্রামীণ রাস্তাঘাট। নির্বিচারে তিন ফসলি জমির মাটি কাটার ধুম পড়েছে পুরো ধামরাই উপজেলাজুড়ে। অসাধু মাটি ব্যবসায়ীরা মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। সরেজমিন দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় দেড় সহস্রাধিক স্থানে মাটি কাটার লিংক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, জমি না দিয়ে কোনো উপায় নেই। আশপাশের মাটি কেটে আবাদি জমি উজাড় করা হচ্ছে। আমাদের জমি এমনিই নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যদি পাঁচ ফুট কাটার কথা থাকে, ভেকু দিয়ে ৮-১০ ফুট কেটে নেয়। এতে সব জেনেও নিশ্চুপ থাকতে হচ্ছে। বাধা দিলে মামলা-হামলা দিয়ে হয়রানি করে থাকে ওই মাটিখেকোরা।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়