শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে খাস জমি থেকে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

মোঃআদনান হোসেন: ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকার ধামরাইয়ে উজাড় হয়ে যাচ্ছে কৃষি জমি ও গ্রামীণ রাস্তাঘাট। নির্বিচারে তিন ফসলি জমির মাটি কাটার ধুম পড়েছে পুরো ধামরাই উপজেলাজুড়ে। অসাধু মাটি ব্যবসায়ীরা মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। সরেজমিন দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় দেড় সহস্রাধিক স্থানে মাটি কাটার লিংক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, জমি না দিয়ে কোনো উপায় নেই। আশপাশের মাটি কেটে আবাদি জমি উজাড় করা হচ্ছে। আমাদের জমি এমনিই নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যদি পাঁচ ফুট কাটার কথা থাকে, ভেকু দিয়ে ৮-১০ ফুট কেটে নেয়। এতে সব জেনেও নিশ্চুপ থাকতে হচ্ছে। বাধা দিলে মামলা-হামলা দিয়ে হয়রানি করে থাকে ওই মাটিখেকোরা।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়