শিরোনাম
◈ বড় সুখবর! সৌদি আরবে এক খাতেই প্রবাসী কর্মী লাগবে ১৬ লাখের বেশি ◈ মনোনয়ন বাতিল হয়নি দাবি হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির (ভিডিও) ◈ পাইপলাইনের ওপর ঘর তুলে অভিনব কায়দায় বিপিসির তেল চুরি (ভিডিও) ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: পোলিং ও নির্বাচনি এজেন্ট সংক্রান্ত নির্দেশনা জারি ◈ নীতিগত ব্যর্থতা ও দুর্নীতির চিত্র: টেলিযোগাযোগ খাতের ৩,২৭২ পৃষ্ঠার শ্বেতপত্র প্রকাশ ◈ সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থ বিবেচনা করে: তামিম ◈ গাইবান্ধায় ১৪৪ ধারা জারি ◈ মঈন আলীর ব‌্যা‌টে ব‌লে স্ব‌স্তির জয় পে‌লো সি‌লেট টাইটান্স ◈ নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে টিভিসি প্রকাশ করেছে সরকার  ◈  শিল্পকলা একাডেমী সংশোধন অধ্যাদেশে একাডেমির বিভাগ সংখ্যা বাড়িয়ে নয়টি করা হয়েছে: চার অধ্যাদেশ অনুমোদন

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে খাস জমি থেকে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

মোঃআদনান হোসেন: ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকার ধামরাইয়ে উজাড় হয়ে যাচ্ছে কৃষি জমি ও গ্রামীণ রাস্তাঘাট। নির্বিচারে তিন ফসলি জমির মাটি কাটার ধুম পড়েছে পুরো ধামরাই উপজেলাজুড়ে। অসাধু মাটি ব্যবসায়ীরা মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। সরেজমিন দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় দেড় সহস্রাধিক স্থানে মাটি কাটার লিংক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, জমি না দিয়ে কোনো উপায় নেই। আশপাশের মাটি কেটে আবাদি জমি উজাড় করা হচ্ছে। আমাদের জমি এমনিই নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যদি পাঁচ ফুট কাটার কথা থাকে, ভেকু দিয়ে ৮-১০ ফুট কেটে নেয়। এতে সব জেনেও নিশ্চুপ থাকতে হচ্ছে। বাধা দিলে মামলা-হামলা দিয়ে হয়রানি করে থাকে ওই মাটিখেকোরা।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়