শিরোনাম
◈ সাম্প্রদায়িক ইস্যুতে যাচাই-বাছাই ছাড়া বিবৃতি না দেওয়ার অনুরোধ ◈ আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান, পাল্টাপাল্টি হামলার হুমকি ◈ ত্রয়োদশ নির্বাচন: ইসিতে দ্বিতীয় দিনের আপিলে ৫৭ জন বৈধ ◈ লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সমস্যা দেখছি না, ইইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ◈ ইরানে ব্যাপক বিক্ষোভ, সহিংসতা - হাসপাতালে 'লাশের স্তুপ', চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা  ◈ প‌্যারাগু‌য়ের কারাগারে আন‌ন্দেই কা‌টি‌য়ে‌ছেন, অভিজ্ঞতা বর্ণনা কর‌লেন ব্রা‌জি‌লিয়ান রোনালদিনহো ◈ গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে নতুন শর্ত দিয়েছে বিসিবি ◈ বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় আবারও বাংলাদেশি ড. সাইদুর রহমান ◈ বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে খাস জমি থেকে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

মোঃআদনান হোসেন: ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকার ধামরাইয়ে উজাড় হয়ে যাচ্ছে কৃষি জমি ও গ্রামীণ রাস্তাঘাট। নির্বিচারে তিন ফসলি জমির মাটি কাটার ধুম পড়েছে পুরো ধামরাই উপজেলাজুড়ে। অসাধু মাটি ব্যবসায়ীরা মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। সরেজমিন দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় দেড় সহস্রাধিক স্থানে মাটি কাটার লিংক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, জমি না দিয়ে কোনো উপায় নেই। আশপাশের মাটি কেটে আবাদি জমি উজাড় করা হচ্ছে। আমাদের জমি এমনিই নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যদি পাঁচ ফুট কাটার কথা থাকে, ভেকু দিয়ে ৮-১০ ফুট কেটে নেয়। এতে সব জেনেও নিশ্চুপ থাকতে হচ্ছে। বাধা দিলে মামলা-হামলা দিয়ে হয়রানি করে থাকে ওই মাটিখেকোরা।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়