শিরোনাম
◈ সাগর খালি, ঘাট নীরব: কক্সবাজারে সামুদ্রিক মাছের সংকট ◈ প‌রিচালক নাজমুল বি‌সি‌বি থে‌কে পদত‌্যাগ না করা পর্যন্ত  মাঠে নামবেন না ক্রিকেটাররা: সংবাদ স‌ম্মেল‌নে কোয়াব সভাপ‌তি ◈ সাফ ফুটসাল চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পে বাংলা‌দে‌শের কা‌ছে পাত্তাই পে‌লো না ভারত ◈ জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনায় তাড়াহুড়ো কেন, প্রশ্ন সিপিডির  ◈ অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি ◈ ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা, ৫০ আসন ফাঁকা রেখেই সমঝোতা ১০ দলের! ◈ বিপিএলের ম্যাচ দেখতে না পারায় মিরপুর স্টেডিয়ামের বাইরে বিক্ষুব্ধ জনতার ভাংচুর (ভিডিও) ◈ দাবি আদায়ে বারবার সড়ক অবরোধের প্রবণতা, দায় কার? ◈ রাস্তায় দাঁড়িয়ে নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের কথা শুনলেন তারেক রহমান ◈ শহীদ হাদি হত্যা মামলায় নতুন মোড়, পুনঃতদন্তের নির্দেশ

প্রকাশিত : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ১১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে খাস জমি থেকে অবৈধ মাটি কাটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

মোঃআদনান হোসেন: ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নল এলাকায় সরকারি ও ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে আলমাস ও সোহাগকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার দুপুরে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঢাকার ধামরাইয়ে উজাড় হয়ে যাচ্ছে কৃষি জমি ও গ্রামীণ রাস্তাঘাট। নির্বিচারে তিন ফসলি জমির মাটি কাটার ধুম পড়েছে পুরো ধামরাই উপজেলাজুড়ে। অসাধু মাটি ব্যবসায়ীরা মাটি কেটে ইটের ভাটায় বিক্রি করছে। সরেজমিন দেখা যায়, উপজেলার ১৬টি ইউনিয়নে প্রায় দেড় সহস্রাধিক স্থানে মাটি কাটার লিংক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, জমি না দিয়ে কোনো উপায় নেই। আশপাশের মাটি কেটে আবাদি জমি উজাড় করা হচ্ছে। আমাদের জমি এমনিই নষ্ট হয়ে যাবে। বাধ্য হয়ে জমির মাটি বিক্রি করতে হচ্ছে। অপরদিকে যদি পাঁচ ফুট কাটার কথা থাকে, ভেকু দিয়ে ৮-১০ ফুট কেটে নেয়। এতে সব জেনেও নিশ্চুপ থাকতে হচ্ছে। বাধা দিলে মামলা-হামলা দিয়ে হয়রানি করে থাকে ওই মাটিখেকোরা।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট অন্তত হালদার জানান, আলমাস ও সোহাগ অবৈধভাবে সরকারি ও ব্যক্তিগত জমির মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর বিধান লঙ্ঘন করেছে তাই এই জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়