কায়সার হামিদ: কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে মরিচ্যা এলাকা থেকে ৫ হাজার ইয়াবাসহ নুরুল আমিন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।নুরুল আমিন উখিয়া পাইন্যাশিয়া এলাকার হাবিব উল্লাহর ছেলে। উখিয়া থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে শনিবার (১ মে) ভোরে মরিচ্যা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান,গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে এক যুবককে ৫০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।