দিদারুল আলম: [২] চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চলমান লকডাউনে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। গাড়ির চাকা ঘুরলেই তাদের আহার জোটে।
[৩] আর চাকা বন্ধ হলে তাদের ঘুম হারাম হয়ে যায়। করোনায় জীবন ও জীবিকা দুটোই সচল রাখতে সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় পরিবহন শ্রমিকদের নিয়ে করণীয় নির্ধারণে চিন্তা-ভাবনা করছে সরকার।শুক্রবার (৩০ এপ্রিল) শাহ আমানত সেতুর আখতারুজ্জামান চত্বর এলাকায় চট্টগ্রাম অটোটেক্সি-অটোটেম্পু শ্রমিকলীগ আয়োজিত পরিবহন শ্রমিকদের ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
[৪] আ জ ম নাছির বলেন, বাংলাদেশের সব দুঃসময়ে দেশবাসীর পাশে অতন্দ্র প্রহরীর মতো নিয়োজিত থাকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। করোনা ও রমজানের এ সময়ে এরই অংশ হিসেবে নগর স্বেচ্ছাসেবকলীগ এ প্রয়াস গ্রহণ করেছে। এ কর্মসূচিকে স্বাগত ও ধন্যবাদ জানান তিনি।
[৫] মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি শফর আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী প্রমুখ।
[৬] এদিকে, ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে নগর স্বেচ্ছাসেবকলীগ। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।সম্পাদনা:অনন্যা আফরিন