রাশিদুল ইসলাম : [২] ইসরায়েলের উত্তরাঞ্চল শহর হাইফায় তেলশোধানাগারটি বাজান কোম্পানির। একটি পাইপ থেকে শুক্রবার রাতে আগুনের সূত্রপাত এবং এতে সেন্ট্রাল কন্ট্রোল রুমে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেরুজালেম পোস্ট
[৩] আগুন নেভানো সম্ভব হলেও তেলপরিশোধন বর্তমানে বন্ধ আছে। তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
[৪] আগুণে তেল পরিশোধনাগারটির চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।
[৫] ইসরায়েলের ন্যাশনাল এয়ার মনিটরিং টিমকে পরিশোধানাগারটির সার্বিক পরিস্থিতি তদারকে করতে মোতায়েন করা হয়েছে।
[৬] ইসরায়েল সরকারের গঠিত একটি নির্বাহী কমিটি আগামী ১০ বছরের মধ্যে তেলশোধানাগার ও পেট্রোকেমিকেল কমপ্লেক্সটি সরিয়ে নিতে সুপারিশ করেছে।
[৭] হাইফা উপকূলে তেলপরিশোধানাগার, পেট্রোকেমিকেল প্লান্ট, শিল্প কলকারখানা ও ইসরায়েলের বৃহত্তম বন্দর থাকায় সেখানে ব্যাপক পরিবেশ দূষণ হয়ে থাকে।