শিরোনাম
◈ ক্রিকবাজের দাবি: আপাতত বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি আইসিসি ◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০২:৪৬ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা ইপিজেডের শ্রমিকের ছুরিকাঘাতে অফিসার নিহত

আতাউর অপু: কুমিল্লা ইপিজেডে অব্যাহতি প্রাপ্ত শ্রমিকের ছুরিকাঘাতে সিংসাংসু কোম্পানির সিনিয়র এইচআর এডমিন খায়রুল বাশার সুমন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে অফিস থেকে বাড়ি ফেরার পথে ইপিজেড সড়কে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত খায়রুল বাশার সুমন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের মান্দারি গ্রামের মমিন মাষ্টারের ৩য় ছেলে।

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শুক্রবার বিকাল পৌনে ৫ টায় অফিস থেকে বাসায় ফেরার সময় ইপিজেড সড়কে আসার পর অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে আক্রমন করে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ইপিজেডে কোম্পানীতে কর্মী ছাটাইকে কেন্দ্র করে এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়