সুজন কৈরী : রাজধানীর যাত্রাবাড়ী ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৬ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আটক করা হয়েছে ৯ জনকে।
ডিএনসির ঢাকা মেট্রো উপঅঞ্চলের (উত্তর) সহকারী পরিচালক মেহেদি হাসান বলেন, শুক্রবার ডিএনসির মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক সাজেদুল আলমের নেতৃত্বে একটি টিম প্রথমে দক্ষিণ খানের কাওলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৩০০পিস ইয়াবাসহ জাহিদ হাসান (৩৫) ও রাজু আহম্মেদ (৩২) নামের দুজনকে আটক করে।
পরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে নুর (২২) ও মঞ্জুর আলম (১৯) নামের দুজনকে ২ হাজার ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনী বাজার এলাকা থেকে ফয়সাল (৩৮) ও টিটু মিয়া (৩০) নামের দুজনকে ৭০০পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
অপর অভিযানে মোহাম্মদপুরের টাউন হল এলাকা থেকে ইমরান হোসেন (২০) নামের একজনকে ৬০০পিস ইয়াবাসহ আটক করেছে ডিএনসির ধানমন্ডি সার্কেল।
মেহেদি হাসান জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ডিএমপির গোয়েন্দা মিরপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুট ওভার ব্রীজের নিচে অভিযান চালিয়ে ৯ হাজার ৯ হাজার ৫০০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানসহ সফিকুল ইসলাম ওরফে মনা (৩৫) ও আলমগীর মিয়া (২৮) নামের দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ডিসি হিল ও কোতয়ালী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে ডিএনসির চট্টগ্রাম মেট্রো কার্যালয়।
কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুজ্জামান বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাসের নেতৃত্বে আদালত পরিচালিত হয়। এ সময় ডিসি হিল ও কোতোয়ালি এলাকায় ৬ জন মাদক সেবনকারীকে ৬০০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সামগ্রীসহ আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন।