রাহুল রাজ : [২] ১ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকেরা।
দিনের শুরুতে তাসকিন আহমেদ জোড়া আঘাত হানেন। রিবতির আগে গত ম্যাচে ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করলেন তাইজুল ইসলাম। মাত্র ৯ বলে ২ রান করে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। বাংলাদেশি স্পিনারের বল ধনঞ্জয়ার ব্যাটে লেগে লিটন দাশের গ্লাভস ছুঁয়ে শান্তর হাতে ধরা পড়ে।
[৩]এর আগে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন লিটন দাশ। বল করেছিলেন তাসকিন আহমেদ। চমৎকার লেন্থের বল খানিকটা টার্ন করে অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে লেগে ছোটে পেছনে। বাংলাদেশের উইকেটকিপার ডান দিকে ঝাঁপিয়ে তা গ্লাভসের মধ্যে নেন। মাত্র ৫ রানে আউট হন লঙ্কান ব্যাটসম্যান।
[৪]বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টে ইনিংস সেরা ১৪০ রান করে ফিরে গেলেন লাহিরু থিরিমান্নে। তাসকিন আহমেদ তাকে লিটন দাশের ক্যাচ বানান। ওশাডা ফার্নান্ডোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি ছিল তার। ২৯৮ বলে ১৫টি চারে সাজানো ছিল এই ইনিংস।
[৫] ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে ভুগিয়েছে দুই সেশনেরও বেশি। করুণারত্নেকে ফিরিয়ে স্বস্তি ফেরানোর ইঙ্গিত দিলেও বাংলাদেশ দিন শেষে চাপা পড়েছে শ্রীলঙ্কার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে।
[৬] সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১৬ ওভারে ৩৩৪/৪