শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ১২:৫১ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]চার উইকেট তুলে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

রাহুল রাজ : [২] ১ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে স্বাগতিকেরা।
দিনের শুরুতে তাসকিন আহমেদ জোড়া আঘাত হানেন। রিবতির আগে গত ম্যাচে ১৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা ধনঞ্জয়া ডি সিলভাকে আউট করলেন তাইজুল ইসলাম। মাত্র ৯ বলে ২ রান করে নাজমুল হোসেন শান্তর ক্যাচ হন। বাংলাদেশি স্পিনারের বল ধনঞ্জয়ার ব্যাটে লেগে লিটন দাশের গ্লাভস ছুঁয়ে শান্তর হাতে ধরা পড়ে।

[৩]এর আগে দুর্দান্ত এক ক্যাচ ধরলেন লিটন দাশ। বল করেছিলেন তাসকিন আহমেদ। চমৎকার লেন্থের বল খানিকটা টার্ন করে অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাটে লেগে ছোটে পেছনে। বাংলাদেশের উইকেটকিপার ডান দিকে ঝাঁপিয়ে তা গ্লাভসের মধ্যে নেন। মাত্র ৫ রানে আউট হন লঙ্কান ব্যাটসম্যান।

[৪]বাংলাদেশের বিপক্ষে ক্যান্ডি টেস্টে ইনিংস সেরা ১৪০ রান করে ফিরে গেলেন লাহিরু থিরিমান্নে। তাসকিন আহমেদ তাকে লিটন দাশের ক্যাচ বানান। ওশাডা ফার্নান্ডোর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০৪ রানের জুটি ছিল তার। ২৯৮ বলে ১৫টি চারে সাজানো ছিল এই ইনিংস।

[৫] ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে ভুগিয়েছে দুই সেশনেরও বেশি। করুণারত্নেকে ফিরিয়ে স্বস্তি ফেরানোর ইঙ্গিত দিলেও বাংলাদেশ দিন শেষে চাপা পড়েছে শ্রীলঙ্কার দুর্দান্ত পারফরম্যান্সের কাছে।

[৬] সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১১৬ ওভারে ৩৩৪/৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়