রাকিবুল রিফাত: [২] মার্কিন গণতান্ত্রিক মতাদর্শ অন্যদের কাঁধে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। এর পাশাপাশি চীন বলেছে, প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে এসে চীনের জলসীমায় মার্কিন সামরিক তৎপরতা বাড়ছে। রয়র্টাস
[৩] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর গত বুধবার প্রথমবারের মতো কংগ্রেসে ভাষণ দেন। এতে তিনি সরাসরি বলেছেন, একুশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে প্রতিযোগিতা করে বিজয়ী হতে চায়।বাইডেন আরও বলেন স্বৈরতান্ত্রিক চিন্তা গণতন্ত্রকে বিজয়ী করতে পারে না। যুক্তরাষ্ট্র প্রতিযোগিতাকে স্বাগত জানায় এবং চীনের সঙ্গে দ্বন্দ্ব চায় না।
[৪] বাইডেনের এ বক্তব্যের জবাবে গতকাল বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ ব্রিফিংয়ে বলেন, কিছু কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার দ্বন্দ্ব অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। তিনি আরও বলেন দুপক্ষের অবশ্যই প্রকৃত প্রতিযোগিতা বাদ দিয়ে সংঘাতে লিপ্ত হওয়া ঠিক হবে না। সম্পাদনা : রাশিদ