সুজন কৈরী: [২] রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-২। এ সময় অস্বাস্থকর নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য তৈরি ও বিক্রি করায় ৩টি বেকারীকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
[৩] বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিএসটিআই’র সহায়তায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব পলাশ কুমার বসু।
[৪] র্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযানকালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন, মেয়াদোর্ত্তীণ পণ্য মজুদ ও বাজারজাত করার অপরাধে মোহাম্মদপুরের আলিফ বেকারীকে ১ লাখ, হাজারীবাগের রানা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিকে ৩ লাখ এবং কামরাঙ্গীরচরের জনপ্রিয় বেকারীকে ২ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।