শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে ৩৭ দিন পর সর্বনিম্ন শনাক্ত ২৩৪১, মৃত্যু ৮৮, সুস্থ ৪৭৮২

শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] দেশে গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৯২৮ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। এর আগে গত ২১ মার্চ ২ হাজার ১৭২ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন। আর করোনাভাইরাসে ফলে মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

[৪] এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ২৪ হাজার ৮৭৭টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৪ লাখ ২৩ হাজার ৭৮১টি।

[৫] গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫২ জন পুরুষ আর নারী ৩৬ জন। এদের ৫৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

[৬] মৃতদের মধ্যে ৪৮ জন ঢাকা বিভাগের, ২২ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন করে মোট ৮ জন রাজশাহী ও বরিশাল বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৫ জন সিলেট বিভাগের, ২ জন করে মোট ৪ জন রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়