শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:২১ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৮:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে ৩৭ দিন পর সর্বনিম্ন শনাক্ত ২৩৪১, মৃত্যু ৮৮, সুস্থ ৪৭৮২

শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] দেশে গত ২৪ ঘন্টায় ২৪ হাজার ৯২৮ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে ২ হাজার ৩৪১ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। এর আগে গত ২১ মার্চ ২ হাজার ১৭২ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

[৩] দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন। আর করোনাভাইরাসে ফলে মৃত্যু হয়েছে ১১ হাজার ৩৯৩ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭৭ হাজার ১০১ জন।

[৪] এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। সরকারি ব্যবস্থাপনায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪০ লাখ ২৪ হাজার ৮৭৭টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় হয়েছে ১৪ লাখ ২৩ হাজার ৭৮১টি।

[৫] গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৫২ জন পুরুষ আর নারী ৩৬ জন। এদের ৫৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ৩ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে ছিল।

[৬] মৃতদের মধ্যে ৪৮ জন ঢাকা বিভাগের, ২২ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন করে মোট ৮ জন রাজশাহী ও বরিশাল বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৫ জন সিলেট বিভাগের, ২ জন করে মোট ৪ জন রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়