শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২১, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: গার্মেন্টস শিল্প আবারও সরকারের কাছে টাকা চাওয়ার ন্যায্য যুক্তি আছে কি?

দিপু তৌহিদুল: বাংলাদেশ গার্মেন্টস শিল্প আবার সরকারের কাছে টাকা চেয়েছে। করোনা দেশে আসার পর থেকে এরা নিচ্ছে আর নিচ্ছে, করোনার আগেও তাদের আর্থিক সুবিধা নেওয়ার ইতিহাস বিশাল। মাঝে মাঝে মনে হয়, একেকজন গার্মেন্টস মালিক আর ব্ল্যাক হোলের মাঝে কোনো তফাৎ নেই, দেয়া মাত্র গিলে খাবে।

শিল্পটার ওপর এখন আর কোনো রকমের আলাদা সম্মানবোধ জাগে না, কারণ এর মালিকরা চরম লোভী। শুধু এই শিল্পটার কারণে দেশের বাকি শিল্প খাতগুলো অবহেলিত হয়ে আছে। রাষ্ট্র নেতাদের আচরণটা দেখলে মনে হয়, বাংলাদেশের মূল পেশা দর্জিগিরি! এই গার্মেন্টস মালিকদের লোভের কারণেই বাংলাদেশ করোনা প্রতিরোধে যেতে পারে না। কোনো উদ্যোগ নিলেই এই মালিকরাই বারবার এগিয়ে এসে নষ্ট করে দিচ্ছে।

বাংলাদেশের জাতীয় সংসদেও গার্মেন্টস মালিকদের প্রাধান্য রয়েছে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এরা বারবার করোনার নাম করে আর্থিক প্রণোদনা নিয়ে যাচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এদের দিয়ে থুয়ে আনন্দ লাভ করে, এটাও বোঝা যায়। দেশের সকল ভিন্ন খাতের উদ্যোক্তাদের উচিত হবে নিজেদের শিল্প বন্ধ করে দিয়ে গার্মেন্টস করে প্রণোদনা খাওয়া। ভালো কথা, দেশের সাধারণ মানুষের করোনা প্যাচের জন্য আওয়ামী লীগ কতো টাকা প্রণোদনা দিচ্ছে, শুনি! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়