মোস্তফিজুর রহমান: রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোডে স্ত্রীর ধারালো ছুরিকাঘাতে স্বামীর চোখে লেগে আহত হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
আহত ওই স্বামীর নাম ওয়াজ আরিফ (৪০)কে স্ত্রী নীলা মাধুরী(৩৫) বুধবার (২৮ এপ্রিল) রাত সাতটায় পারিবারিক কলহে স্বামীর ডান চোখের ধারালো চাকু দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।
পরে রাতেই কেয়ারটেকার নবীর হোসেন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
তিনি বলেন ম্যাডাম ও ম্যাডামের স্বামী মাঝেমধ্যেই হাতাহাতি-মারামারি ঘটনা ঘটে এবং এ বিষয়ে স্ত্রীর বিরুদ্ধে নিউমার্কেট থানায় ১৫ থেকে ২০ টি জিডি করেছে স্বামী স্ত্রীর বিরুদ্ধে।
আজ ইফতারের পর হঠাৎ দুজনের তর্কবিতর্কের একপর্যায়ে ম্যাডাম তার স্বামীকে ডান চোখে ছুরিকাঘাত করে
গুরুতর আহত করে তাকে পরে মেডিকেলে নিয়ে আসি।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন আহত আরিফ চিকিৎসাধীন রয়েছে।
আল বারাকা টাওয়ার এলিফ্যান্ট রোড ১২০৫, ১২/সি। আহত আরিফ পেশায় আইনজীবী।