শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে শিবির সভাপতি-সম্পাদক আটক

রিয়াজ মাহমুদ : [২] লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তানজিদ হোসাইনি (২৫) ও সাধারণ সম্পাদক মো. সাকিব (১৯) কে আটক করছে পুলিশ। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার আবাসিক ছাত্রবাসে এক গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে সংগঠনের কয়েকটি বই উদ্ধার করা হয়।

[৩] তানজীদ হোসাইনি রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামের দেলোয়ার হোসেন সফিকের ছেলে। তিনি রামগতি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও রায়পুর সাথী শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাকিব চর আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের মো. সোবহানের ছেলে ও পৌরসভার ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক।

[৪] পুলিশ জানায়, নাশকতা সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার রাত দেড়টার দিকে আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে উপজেলা সভাপতি ও সেক্রেটারি দু’জনকেই আটক করা হয়। এ সময় তাদের কাছে সংগঠনের কয়েকটি বই পাওয়া যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

[৫] সুত্র জানায়, আলেকজান্ডার কামিল মাদ্রাসার অধ্যক্ষ তৈয়ব আলীর ছত্রছায়া সব সময় সরকার বিরোদী নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে শিবির। তার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনা শিবির সরকার বিরোধী নাশকতামূলক গোপন বৈঠক করেন। এর একমাত্র সেল্টারদাতা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল তৈয়ব আলী

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোছাইন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হলেও আলেকজান্ডার কামিল মাদরাসার ছাত্রাবাস খোলা রয়েছে। সেখানে শিবিরের নেতাকর্মীদের উপস্থিতি সরব থাকে। আমাদের কাছে গোপন সূত্রে খবর আসে, লকডাউনকে কেন্দ্র করে শিবির নাশকতার পরিকল্পনায় বৈঠক করছে। ঘটনাটি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

[৬] রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান,গোপন বৈঠক থেকে শিবির নেতা তানজীদ ও সাকিব কে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তাদের দুজন কে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়