শিরোনাম
◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় সংর্ঘষে আহত ৩, আটক ২

প্রমথ রঞ্জন সরকার: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সংর্ঘষে ব্যাবসায়ীসহ তিন জন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] এই ঘটনায় আহতের চাচাতো ভাই হৃদয় সরকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর বাজারে প্রশান্ত সরকারের একটি অনুমোদিত রাসায়নিক সার বিক্রির দোকান রয়েছে। পার্শ্ববর্তী বাজারে আসামী হরিদাস ওঝারও একটি দোকান রয়েছে কিন্তু ওই দোকানে রাসায়নিক সার বিক্রির অনুমোদন নেই। অনুমোদন না নিয়েই হরিদাস কেন সার বিক্রি করতেছে এই কথা জানতে চাওয়ায় আসামী হরিদাসের সাথে প্রশান্ত সরকারের সাথে কাথাকাটি হয়। এরই জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে প্রশান্ত সরকার, সুশান্ত সরকার ও বীরেন সরকারের উপরে দেশীয় অস্ত্র নিয়ে আসামী হরিদাস বিশ্বাস, পিং- মৃত নরেন বিশ্বাস, সঞ্জিব বিশ্বাস ও সম্রাট বিশ্বাস উভয় পিং- হরিদাস বিশ্বাস আতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

[৬] কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে, আমরা দুইজনকে আটক করে কোর্টে চালান করেছি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়