শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৩:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় সংর্ঘষে আহত ৩, আটক ২

প্রমথ রঞ্জন সরকার: [২] গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে সংর্ঘষে ব্যাবসায়ীসহ তিন জন আহত হয়েছে। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

[৩] মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

[৪] এই ঘটনায় আহতের চাচাতো ভাই হৃদয় সরকার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।

[৫] ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রাজাপুর বাজারে প্রশান্ত সরকারের একটি অনুমোদিত রাসায়নিক সার বিক্রির দোকান রয়েছে। পার্শ্ববর্তী বাজারে আসামী হরিদাস ওঝারও একটি দোকান রয়েছে কিন্তু ওই দোকানে রাসায়নিক সার বিক্রির অনুমোদন নেই। অনুমোদন না নিয়েই হরিদাস কেন সার বিক্রি করতেছে এই কথা জানতে চাওয়ায় আসামী হরিদাসের সাথে প্রশান্ত সরকারের সাথে কাথাকাটি হয়। এরই জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফেরার পথে প্রশান্ত সরকার, সুশান্ত সরকার ও বীরেন সরকারের উপরে দেশীয় অস্ত্র নিয়ে আসামী হরিদাস বিশ্বাস, পিং- মৃত নরেন বিশ্বাস, সঞ্জিব বিশ্বাস ও সম্রাট বিশ্বাস উভয় পিং- হরিদাস বিশ্বাস আতর্কিত হামলা চালায়। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

[৬] কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে, আমরা দুইজনকে আটক করে কোর্টে চালান করেছি। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক আছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়