শিরোনাম
◈ ইরানে ট্রাম্পের অবস্থান পরিবর্তন, বিপাকে আন্দোলনকারীরা ◈ আমদানি বন্ধের সুযোগে চালের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধি ◈ লাল পাসপোর্ট জমা দিচ্ছেন উপদেষ্টারা ◈ সাত লাখ টাকায় রাশিয়া গিয়ে ছয় মাসের মাথায় দেশে ফিরতে হলো ৩৫ বাংলাদেশিকে ◈ চিলিতে ভয়াবহ দাবানল: দুই অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা, ১৬ জনের মৃত্যু ◈ বাংলাদেশ না খেললে বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও! ◈ আবারও অচল দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী আজ ◈ তারেক রহমানের চলন্ত গাড়িতে খাম লাগিয়ে বাইকারের পলায়ন, কি বার্তা ছিল খামে? (ভিডিও) ◈ লেভেল প্লেয়িং ফিল্ড ভেঙে পড়ার শঙ্কা, প্রশাসনের ভূমিকা নিয়ে জামায়াতের অভিযোগ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের চৌগাছায় আম ক্ষে‌তে মি‌ষ্টি কুম‌ড়োর চা‌ষে লাভবান কৃষক

র‌হিদুল খান: [২] য‌শো‌রের চৌগাছায় কৃষক তানজিমুর রহমান আম ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়ার চাষ করে সফলতার আশা করছেন। সাড়ে চার বিঘা জমিতে কুমড়ো লাগিয়ে আমের পাশাপাশি অতিরিক্ত প্রায় আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। ওই কৃষকের মতো অনেকেই বর্তমানে সাথী ফসলে আগ্রহী হয়ে উঠেছেন।

[৩] উপজেলার পাতিবিলা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে কৃষক তানজিমুর রহমান (৪৮) ধান, পাটের পাশাপাশি তিনি নানা ধরনের ফল ও সবজির চাষ করে সাফল্য পেয়েছেন। তার কর্মে আকৃষ্ট হয়ে এলাকার অনেকেই তানজিমুর রহমানকে অনুসরণ করতে শুরু করেছেন।

[৪] এ বছর সাড়ে ৪ বিঘা থাই কাটিমন জাতের আম বাগানে মিষ্টি কুমড়োর চাষ করেন। বাড়তি কোনো খরচ না করে একই রকম সার, কীটনাশক এমনকি সেচ দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

[৫] সরেজমিন দেখা যায়, আম গাছের নিচে মাটিতে পড়ে আছে মিষ্টি কুমড়ো। কথা হয় কৃষক তানজিমুর রহমানের সাথে। তিনি বলেন, এ বছর প্রায় ৭ বিঘা জমিতে আম বাগান আছে আর আড়াই বিঘা জমিতে আছে ড্রাগনের বাগান। আম বাগানের মধ্য হতে সাড়ে ৪ বিঘা জমিতে তিনি মিষ্টি কুমড়ার চাষ করেছেন। একই জমিতে দুই ফসলের চাষ করায় তার বাড়তি কোনো ব্যয় বা পরিশ্রম করতে হয়নি। অথচ অল্প দিনেই আড়াই লাখ টাকার কুমড়ো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

[৬] তিনি বলেন, বারো মাসই আম হবে এমন জাত (থাই কাটিমন আম) সংগ্রহ করে সাড়ে ৪ বিঘা জমিতে রোপণ করেছি। প্রতিটি গাছেই এখন মুকুল আসতে শুরু করেছে। নতুন জাতের আম লাগানোর পর ওই জমিতে কুমড়োর চাষ করার মনস্থির করি। এখনও পর্যন্ত বাজার দর যা আছে তাতে করে আড়াই লাখ টাকার কুমড়ো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রইচউদ্দিন বলেন, এক ফসলের সাথে আরেক ফসলের চাষ এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। কৃষক যাতে আরও লাভবান হয় তার জন্য আমরা কৃষি অফিস সর্বদা কৃষকদের সহযোগিতা প্রদান করে যাচ্ছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়