শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের চৌগাছায় আম ক্ষে‌তে মি‌ষ্টি কুম‌ড়োর চা‌ষে লাভবান কৃষক

র‌হিদুল খান: [২] য‌শো‌রের চৌগাছায় কৃষক তানজিমুর রহমান আম ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়ার চাষ করে সফলতার আশা করছেন। সাড়ে চার বিঘা জমিতে কুমড়ো লাগিয়ে আমের পাশাপাশি অতিরিক্ত প্রায় আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। ওই কৃষকের মতো অনেকেই বর্তমানে সাথী ফসলে আগ্রহী হয়ে উঠেছেন।

[৩] উপজেলার পাতিবিলা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে কৃষক তানজিমুর রহমান (৪৮) ধান, পাটের পাশাপাশি তিনি নানা ধরনের ফল ও সবজির চাষ করে সাফল্য পেয়েছেন। তার কর্মে আকৃষ্ট হয়ে এলাকার অনেকেই তানজিমুর রহমানকে অনুসরণ করতে শুরু করেছেন।

[৪] এ বছর সাড়ে ৪ বিঘা থাই কাটিমন জাতের আম বাগানে মিষ্টি কুমড়োর চাষ করেন। বাড়তি কোনো খরচ না করে একই রকম সার, কীটনাশক এমনকি সেচ দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

[৫] সরেজমিন দেখা যায়, আম গাছের নিচে মাটিতে পড়ে আছে মিষ্টি কুমড়ো। কথা হয় কৃষক তানজিমুর রহমানের সাথে। তিনি বলেন, এ বছর প্রায় ৭ বিঘা জমিতে আম বাগান আছে আর আড়াই বিঘা জমিতে আছে ড্রাগনের বাগান। আম বাগানের মধ্য হতে সাড়ে ৪ বিঘা জমিতে তিনি মিষ্টি কুমড়ার চাষ করেছেন। একই জমিতে দুই ফসলের চাষ করায় তার বাড়তি কোনো ব্যয় বা পরিশ্রম করতে হয়নি। অথচ অল্প দিনেই আড়াই লাখ টাকার কুমড়ো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

[৬] তিনি বলেন, বারো মাসই আম হবে এমন জাত (থাই কাটিমন আম) সংগ্রহ করে সাড়ে ৪ বিঘা জমিতে রোপণ করেছি। প্রতিটি গাছেই এখন মুকুল আসতে শুরু করেছে। নতুন জাতের আম লাগানোর পর ওই জমিতে কুমড়োর চাষ করার মনস্থির করি। এখনও পর্যন্ত বাজার দর যা আছে তাতে করে আড়াই লাখ টাকার কুমড়ো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রইচউদ্দিন বলেন, এক ফসলের সাথে আরেক ফসলের চাষ এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। কৃষক যাতে আরও লাভবান হয় তার জন্য আমরা কৃষি অফিস সর্বদা কৃষকদের সহযোগিতা প্রদান করে যাচ্ছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়