শিরোনাম
◈ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে রাষ্ট্রীয় শোক ◈ ওসমান হাদি বাংলাদেশের রাজনীতিতে যেভাবে জরুরি হয়ে উঠেছিলেন ◈ সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ ও মেয়রের বাড়িতে আগুন ◈ হাদির হত্যাকাণ্ড রাজনীতিতে ভয়াবহ মোড়ের ইঙ্গিত: আলজাজিরার বিশ্লেষণ ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে পরা‌জিত হ‌য়ে যুব এ‌শিয়া কা‌পের সেমিফাইনাল থে‌কে বাংলাদেশের বিদায় ◈ বাংলাদেশ ইস্যুতে সংলাপ বজায় রাখার সুপারিশ, হাসিনার রাজনৈতিক ভূমিকা নয়: ভারত ◈ শহীদ ওসমান হাদির জানাজাকে ঘিরে ৭ নির্দেশনা ডিএমপির ◈ গভীর রাতে নদী ও ইটভাটায় চলে প্রশিক্ষণ, চার বিভাগে সক্রিয় শুটার নেটওয়ার্ক ◈ হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত, ঢাকায় বিজিবি মোতায়েন, বিদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা ◈ সুদানে ড্রোন হামলায় শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রের চৌগাছায় আম ক্ষে‌তে মি‌ষ্টি কুম‌ড়োর চা‌ষে লাভবান কৃষক

র‌হিদুল খান: [২] য‌শো‌রের চৌগাছায় কৃষক তানজিমুর রহমান আম ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়ার চাষ করে সফলতার আশা করছেন। সাড়ে চার বিঘা জমিতে কুমড়ো লাগিয়ে আমের পাশাপাশি অতিরিক্ত প্রায় আড়াই লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। ওই কৃষকের মতো অনেকেই বর্তমানে সাথী ফসলে আগ্রহী হয়ে উঠেছেন।

[৩] উপজেলার পাতিবিলা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে কৃষক তানজিমুর রহমান (৪৮) ধান, পাটের পাশাপাশি তিনি নানা ধরনের ফল ও সবজির চাষ করে সাফল্য পেয়েছেন। তার কর্মে আকৃষ্ট হয়ে এলাকার অনেকেই তানজিমুর রহমানকে অনুসরণ করতে শুরু করেছেন।

[৪] এ বছর সাড়ে ৪ বিঘা থাই কাটিমন জাতের আম বাগানে মিষ্টি কুমড়োর চাষ করেন। বাড়তি কোনো খরচ না করে একই রকম সার, কীটনাশক এমনকি সেচ দিয়ে প্রায় আড়াই লাখ টাকার মিষ্টি কুমড়ো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

[৫] সরেজমিন দেখা যায়, আম গাছের নিচে মাটিতে পড়ে আছে মিষ্টি কুমড়ো। কথা হয় কৃষক তানজিমুর রহমানের সাথে। তিনি বলেন, এ বছর প্রায় ৭ বিঘা জমিতে আম বাগান আছে আর আড়াই বিঘা জমিতে আছে ড্রাগনের বাগান। আম বাগানের মধ্য হতে সাড়ে ৪ বিঘা জমিতে তিনি মিষ্টি কুমড়ার চাষ করেছেন। একই জমিতে দুই ফসলের চাষ করায় তার বাড়তি কোনো ব্যয় বা পরিশ্রম করতে হয়নি। অথচ অল্প দিনেই আড়াই লাখ টাকার কুমড়ো বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

[৬] তিনি বলেন, বারো মাসই আম হবে এমন জাত (থাই কাটিমন আম) সংগ্রহ করে সাড়ে ৪ বিঘা জমিতে রোপণ করেছি। প্রতিটি গাছেই এখন মুকুল আসতে শুরু করেছে। নতুন জাতের আম লাগানোর পর ওই জমিতে কুমড়োর চাষ করার মনস্থির করি। এখনও পর্যন্ত বাজার দর যা আছে তাতে করে আড়াই লাখ টাকার কুমড়ো বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন।

[৭] উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রইচউদ্দিন বলেন, এক ফসলের সাথে আরেক ফসলের চাষ এটি নিঃসন্দেহে একটি ভালো দিক। কৃষক যাতে আরও লাভবান হয় তার জন্য আমরা কৃষি অফিস সর্বদা কৃষকদের সহযোগিতা প্রদান করে যাচ্ছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়