এইচএম দিদার:[২] পানির স্তর নিচে নেমে যাওয়ায় নলকূপ থেকে উঠছে না পানি। এতে এই রমজানে জনদুর্ভোগ চরমে। ভোগান্েিত পরছে দাউদকান্দি পৌরসভাসহ গোটা দাউদকান্দি -মেঘনার ও আশপাশের বিভিন্ন উপজেলার প্রায় লক্ষাধিক পরিবার।
[৩] ৫০০ ফুট গভীরে যেসব নলকূপ স্থাপন করা হয়েছে সেইসব নলকূপ থেকেও পানি উঠছে না। এমন সংকট আজ প্রায় ১ মাস হলো। বৈশাখে এমন তীব্র খরা আর অনাবৃষ্টি গত ২০ বছরের রেকর্ড ভেঙেছে।
[৪] দাউদকান্দি পৌরসভার বাসিন্দা হাজী ফিরোজ মিয়া জানান, আমার বাড়িতে ৫০০ ফুট গভীরতায় একটি নলকূপ বসিয়েছিলাম।বর্তমানে পানি আসে না। ভোগান্তিতে দিন কাটছে আমার পরিবার ও বাড়ির ভাড়াটিয়াদের। একই কথা বলেন দোনাচর গ্রামের সবুজ মিয়া নামের এক যুবক। এমন কথা আরও বহু বাড়ির মালিকের সাথে কথা হলে তারাও সকলে একই কথা বলেন।