শিরোনাম
◈ ২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কোন আসনে কে লড়বেন ◈ সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ◈ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত, অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদের অপেক্ষায় ◈ মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে, নিহত ৫ ◈ ইউএনওকে ‘শাসানোয়’ সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত ◈ দ্বৈত নাগরিকেরা স্থানীয় ভোটে প্রার্থী হতে পারলেও সংসদ নির্বাচনে কেন পারেন না? ◈ বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপে অংশগ্রহণ পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান ◈ প্রথমবারের মতো জনপরিসরে বক্তব্য দিলেন জাইমা রহমান, যা বললেন তিনি (ভিডিও) ◈ চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ারের প্রার্থিতা বাতিল ◈ মাদুরোকে তুলে নিতে ট্রাম্পকে সাহায্য করা সেই ‘গাদ্দার’ আসলে কে?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক আটক

এম.ইউছুপ রেজা : [২] যৌতুক হিসেবে মোটরসাইকেল চেয়ে নির্যাতনে স্ত্রী সানজিদার দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ মহসিন নামের এক চিকিৎসককে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

[৩] রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাতে নগরের দক্ষিণ শুলকবহর এলাকার মোজাম্মেল ম্যানশন ভবনের দ্বিতীয় তলা থেকে অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়। নির্যাতনের শিকার চিকিৎসকের স্ত্রীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] গ্রেফতারকৃত ডা. মোহাম্মদ মহসিন নগরের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন।

[৫] জানা গেছে, বছরখানেক আগে পারিবারিকভাবে সানজিদার সঙ্গে বিয়ে হয় ডা. মোহাম্মদ মহসিনের। বিয়ের পর থেকে প্রায় সময় সানজিদার ওপর নির্যাতন চালাতো স্বামী। সর্বশেষ মোটরসাইকেল দাবি করে আবারও নির্যাতন করলে পাঁচলাইশ থানায় অভিযোগ দায়ের করেন স্ত্রী।

[৬] বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাসেম ভূঁইয়া বলেন, যৌতুকের জন্য একাধিকবার চিকিৎসক স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন স্ত্রী।

[৭] অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়। যেহেতু এটি একটি পারিবারিক বিষয়, তাই সবকিছু বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়