শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:২৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৪:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে পুকুর ভরাট নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ২০

সোহাগ হাসান : [২] জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পুকুর ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] সোমবার সকাল ১১টার দিকে শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন নূর হোসেন, রানা আহমেদ, ইমরান, সিয়াম, সানোয়ার, শাওন, কাফী, শহিদুল, আকাশ, নাজনীন ও নাসরিনসহ ২০ জন।

[৪] স্থানীয়রা জানান, শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের রেজাউল করিমের একটি পরিত্যক্ত পুকুর ভরাটের কাজ নেন স্থানীয় রানা গংয়ের লোকজন। সোমবার সকালে সেই মাটি ভরাটের কাজটি এমদাদ, মাসুদ, সামিদুল, বাবু, বিশু, শুভ, সাইফুল, ইসহাক, আনিস, মামুন, সোহেল, নয়ন, আকরাম, ইমরান গংয়ের লোকজন শহর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক কাজটি নিজেদের দখলে নিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন।

[৫] এ খবর পেয়ে রানা গংয়ের লোকজন বিষয়টি পুকুরের মালিক রেজাউল করিমের কাছে জানতে গেলে এমদাদ ও সম্রাট গংয়ের লোকজন তাদের উপর হামলা চালায়।

[৬] এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ের এমদাদ গংয়ের লোকজন বাড়ীঘর ভাংচুর ও ফলের দোকানে প্রবেশ করে লুটপাট করে নিয়ে যায়। এতে উভয়ের পক্ষের অন্তত ২০জন হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৭] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আধিপত্তা বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত ওই এলাকায় দ্বন্দ্ব চলে আসছিল। সকালে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে।

[৮] খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়