শিরোনাম
◈ মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের ◈ নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ: পাশে দাঁড়ালেন মামদানি ◈ বার্সার কাছে হারের পর জাবি আলোনসোকে বরখাস্ত করল রিয়াল মাদ্রিদ ◈ অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক মাধ্যম নিষিদ্ধ: ৫ লাখের বেশি অ্যাকাউন্ট ব্লক করল মেটা ◈ বাংলাদেশি শনাক্তে এআই টুল তৈরি করছে ভারত ◈ কয়েক ঘণ্টার মধ্যেই শেষ ঢাকা–করাচি ফ্লাইটের সব টিকিট ◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ রিয়াজুল রয়েল: [২] শ্রীনগরের বাঘড়ায় প্রভাবশালীদের দ্বারা জোর পূর্বক জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

[৩] সোমবার দুপুর ১২টায় শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৪] উক্ত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ভূক্তভোগী উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া গ্রামের মৃত আব্দুর রহমান গাছির মেয়ে সোনাতারা ডলি (৪৫) বলেন, মৃত পিতা আব্দুর রহমান গাছির ওয়ারিশ হিসেবে আমরা ৪ ভাই-বোন বাঘড়া ২২.২৫ শতাংশের মালিক। ইতোপূর্বে আমার ছোট ভাই আনু গাছি পার্শ্ববর্তী মহিউদ্দিনের ছেলে ছামেদ আলী ও ফিরোজ আলীর কাছে ৪ শতাংশ জায়গা বিক্রি করে। আমি ও আমার ভাই নূরু গাছির নামে ১৭.১৩ শতাংশ জায়গা নামজারি ও জমাভাগ করি। অথচ বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী স্থানীয় প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি আমাদের নামজারি করা প্রায় ১০ শতাংশ জায়গা জোর পূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জোরপূর্বক ভবণ নির্মাণ বিষয়ে আমরা ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তির দ্বারস্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। গত ২৪ এপ্রিল আমরা প্রতিপক্ষকে জায়গা মাপঝোপ করে ভবণ নির্মাণকাজ করতে বলায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমিসহ আমাদের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়। এতে আমরা কয়েকজন আহত হই। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই এবং শ্রীনগর থানায় একটি অভিযোগ করি।

[৫] ভোক্তভোগী আরো বলেন, এর আগেও প্রতিপক্ষ আমার ভাই নূরুগাছিকেও (৯০) বাড়িতে প্রবেশ করে মারধর করে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এব্যাপারে উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়