শিরোনাম
◈ জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি ◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীনগরে জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ রিয়াজুল রয়েল: [২] শ্রীনগরের বাঘড়ায় প্রভাবশালীদের দ্বারা জোর পূর্বক জায়গা দখল করে পাকা ভবন নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

[৩] সোমবার দুপুর ১২টায় শ্রীনগর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

[৪] উক্ত সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে ভূক্তভোগী উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্যবাঘড়া গ্রামের মৃত আব্দুর রহমান গাছির মেয়ে সোনাতারা ডলি (৪৫) বলেন, মৃত পিতা আব্দুর রহমান গাছির ওয়ারিশ হিসেবে আমরা ৪ ভাই-বোন বাঘড়া ২২.২৫ শতাংশের মালিক। ইতোপূর্বে আমার ছোট ভাই আনু গাছি পার্শ্ববর্তী মহিউদ্দিনের ছেলে ছামেদ আলী ও ফিরোজ আলীর কাছে ৪ শতাংশ জায়গা বিক্রি করে। আমি ও আমার ভাই নূরু গাছির নামে ১৭.১৩ শতাংশ জায়গা নামজারি ও জমাভাগ করি। অথচ বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী স্থানীয় প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি আমাদের নামজারি করা প্রায় ১০ শতাংশ জায়গা জোর পূর্বক দখল করে পাকা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। জোরপূর্বক ভবণ নির্মাণ বিষয়ে আমরা ইতোমধ্যে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তির দ্বারস্ত হলেও কাজের কাজ কিছুই হয়নি। গত ২৪ এপ্রিল আমরা প্রতিপক্ষকে জায়গা মাপঝোপ করে ভবণ নির্মাণকাজ করতে বলায় প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে আমিসহ আমাদের অন্যান্য সদস্যদের উপর হামলা চালায়। এতে আমরা কয়েকজন আহত হই। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেই এবং শ্রীনগর থানায় একটি অভিযোগ করি।

[৫] ভোক্তভোগী আরো বলেন, এর আগেও প্রতিপক্ষ আমার ভাই নূরুগাছিকেও (৯০) বাড়িতে প্রবেশ করে মারধর করে। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে এব্যাপারে উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়