শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে স্বাস্থ্যবিধি মেনে খুলেছে দোকানপাট

ফরিদুল মোস্তফা খান: [২] কঠোর লকডাউনের মধ্যেও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে খুলেছে কক্সবাজার শহরের মার্কেট, শপিংমল, দোকানপাট। চলছে ছোট-বড় প্রায় ব্যবসা প্রতিষ্ঠান। ক্রেতা সমাগম হচ্ছে। ব্যবসায়ীদের মাঝে কিছুটা হলেও দেখা দিয়েছে স্বস্তি। সমানতালে বেড়েছে যানবাহন জটলা। তবে, প্রথম দিনে ক্রেতাদের মধ্যে নারীর সংখ্যা বেশি।

[৩] রবিবার (২৫ এপ্রিল) শহরের অভিজাত শপিংমল মেগামার্ট, এ.ছালাম মার্কেট, সমবায় সুপার মার্কেট, ফিরোজা শপিং কমপ্লেক্স, বেশ কিছু জুয়েলারী দোকান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

[৪] এদিকে, দোকানপাট খোলার অনুমতির প্রথম দিনে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানছে কিনা, তা তদারকি করতে প্রশাসনের কোন অভিযান বা প্রচারণা চোখে পড়েনি।

[৫] দুপুর ১২টায় মেগামার্টে গেলে দেখা যায়, ক্রেতাদের সবাই মুখে মাস্ক পরেছে। সামাজিক দূরত্ব মেনেছে। দোকানে ক্রেতাদের বসার জন্য রক্ষিত চেয়ারগুলোও সেভাবে সাজানো। মালিক-কর্মচারি সবার মুখেও দেখা গেছে মাস্ক। মেগামার্টে ঢুকার পথে রাখা হয়েছে হ্যান্ডসেনিটাইজার। সব মিলিয়ে তারা অনেকটা নির্দেশনা মেনে চলেছে বলা যায়।

[৬] মেগামার্টের স্বত্তাধিকারী জহিরুল ইসলামের নিকট জানতে চাইলে বলেন, দীর্ঘদিন লকডাউনের কারণে তারা অপূরণীয় ক্ষতির সম্মুখিন। অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখনো বন্ধ। তবে, শর্ত সাপেক্ষে দোকান খুলতে সুযোগ পাওয়ায় সরকারের নিকট ব্যবসায়ীরা কৃতজ্ঞ। আমরা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দোকান খোলেছি। ক্রেতাদেরও সেভাবে বলছি।

[৭] তবে, অধিকাংশ দোকানদার ও কর্মচারীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা দেখা গেলেও ক্রেতারা এ ব্যাপারে উদাসীন। বিশেষ করে এ.ছালাম মার্কেট, সমবায় সুপার মার্কেট ও ফিরোজা শপিং কমপ্লেক্সে এমন দৃশ্য প্রতিবেদকের ক্যামেরোয় ধরা পড়েছে।

[৮] বিধিনিষেধ দিয়ে হলেও ব্যবসা প্রতিষ্ঠান খুলার সুযোগ দেওয়ায় সরকার ও সংশ্লিষ্টদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

[৯] সমিতির সভাপতি রফিক মাহমুদ বলেন, নির্দেশনা মেনে ব্যবসা করতে সবাইকে বলে দেওয়া হয়েছে। সেভাবে ব্যবসায়ীরা দোকানপাট খোলেছে। এরপরও সরকারি নির্দেশনা কেউ অমান্য করছে কিনা, তদারকি করব। এ জন্য ব্যবসায়ী, ক্রেতাসহ সর্বশ্রেণির সহযোগিতা কামনা করেছেন রফিক মাহমুদ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়