শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরএমপি’র বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবনের কার্যক্রম উদ্বোধন

মঈন উদ্দীন: [২] দীর্ঘ দিনের জরাজীর্ণ টিনসেড ভবনের থেকে নতুন ভবনে স্থানান্তর হয়েছে রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাড়ি।

[৩] সোমবার বেলা ১১টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় ভাড়া করা তিনতলা ভবনটির উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ।

[৪] এ সময় নতুন ভবনের হলরুমে সংক্ষিপ্ত আলোচনাসভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি’র) প্রতিষ্ঠালগ্ন থেকে অধিকাংশ থানা ও ফাড়ি ভাড়া করা ভবনে কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

[৫] এতে নানান সমস্যার সন্মুখিন হচ্ছেন পুলিশ সদস্যরাসহ সেবাগ্রহিতার। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি যাতে থানা ও পুলিশ ফাড়িগুলো নিজস্ব ভবনে যেতে পারে এবং ইতিমধ্যো এর কর্মকাণ্ড শুরু হয়েছে। আশা করছি অতি শীঘ্রই তা বাস্তবায়ন হবে বলে জানান পুলিশ কমিশনার।

[৬] এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর) রাসিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পাভীন, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসমাইল হোসেনসহ মহানগর পুলিশের উর্দ্ধত পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যব্যক্তিবর্গ।

[৭] অনুষ্ঠান শেষে এয়ারপোর্ট থানা এলাকার দুস্থ অসহায় গরীব ও প্রতিবন্ধীদের মাঝে ত্রান বিতরণ করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

[৮] উল্লেখ্য, বায়া বাজার পুলিশ ফাড়িটি প্রতিষ্ঠালগ্ন থেকেই টিনসেড ভবনের ছোট ছোট কক্ষকে বানানো হয়েছিল কার্যালয়, অস্ত্রাগার, হাজতখানা। এছাড়াও কার্যালয়ে গাদাগাদি করে বসতেন সেবা গ্রহিতা ও পুলিশ সদস্যরা। ঝড় বৃষ্টির সময় ঝুঁকি নিয়ে রাত কাটাতেন এ ফাড়িতে কর্মরত সদস্যরা। বিষয়টি বিবেচনা করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে আধনিক ভবন ভাড়া করে ফাড়িটি স্থানান্তর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়