শিরোনাম
◈ ভিত্তিহীন ও এআই-জেনারেটেড তথ্য নিয়ে বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ রিজভীর ◈ রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ইউনূস, ওসমান হাদির ওপর হামলায় উদ্বেগ প্রকাশ পদকপ্রাপকদের ◈ আফগানিস্তানকে হারিয়ে যুব এশিয়া কাপে বাংলা‌দে‌শের সুন্দর সূচনা ◈ আমরা যদি ঐক্যবদ্ধ না হই, দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান ◈ ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন কে এই ফয়সাল? ◈ ওসমান হাদির হামলা নিয়ে ডিএমপি কমিশনারের নামে 'ভুয়া ফটোকার্ড' ছড়ানোর বিষয়ে সতর্কতা ◈ 'ফিরে এসো প্রিয় ওসমান হাদি': আসিফ আকবর ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন: ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত, ইসির পরিপত্র জারি ◈ ওসমান হা‌দির চিকিৎসায় মে‌ডিকেল বোর্ড গঠন, সর্বশেষ যা জানা গেল ◈ তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরএমপি’র বায়া বাজার পুলিশ ফাঁড়ির নতুন ভবনের কার্যক্রম উদ্বোধন

মঈন উদ্দীন: [২] দীর্ঘ দিনের জরাজীর্ণ টিনসেড ভবনের থেকে নতুন ভবনে স্থানান্তর হয়েছে রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাড়ি।

[৩] সোমবার বেলা ১১টার দিকে এয়ারপোর্ট থানার বায়া বাজার এলাকায় ভাড়া করা তিনতলা ভবনটির উদ্বোধন করেন রাজশাহী মহানগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক ।

[৪] এ সময় নতুন ভবনের হলরুমে সংক্ষিপ্ত আলোচনাসভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি’র) প্রতিষ্ঠালগ্ন থেকে অধিকাংশ থানা ও ফাড়ি ভাড়া করা ভবনে কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।

[৫] এতে নানান সমস্যার সন্মুখিন হচ্ছেন পুলিশ সদস্যরাসহ সেবাগ্রহিতার। ইতিমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি যাতে থানা ও পুলিশ ফাড়িগুলো নিজস্ব ভবনে যেতে পারে এবং ইতিমধ্যো এর কর্মকাণ্ড শুরু হয়েছে। আশা করছি অতি শীঘ্রই তা বাস্তবায়ন হবে বলে জানান পুলিশ কমিশনার।

[৬] এ সময় উপস্থিত ছিলেন আরএমপি’র উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর) রাসিদুল হাসান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) আরেফিন জুয়েল, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম) সোনিয়া পাভীন, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইসমাইল হোসেনসহ মহানগর পুলিশের উর্দ্ধত পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যব্যক্তিবর্গ।

[৭] অনুষ্ঠান শেষে এয়ারপোর্ট থানা এলাকার দুস্থ অসহায় গরীব ও প্রতিবন্ধীদের মাঝে ত্রান বিতরণ করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

[৮] উল্লেখ্য, বায়া বাজার পুলিশ ফাড়িটি প্রতিষ্ঠালগ্ন থেকেই টিনসেড ভবনের ছোট ছোট কক্ষকে বানানো হয়েছিল কার্যালয়, অস্ত্রাগার, হাজতখানা। এছাড়াও কার্যালয়ে গাদাগাদি করে বসতেন সেবা গ্রহিতা ও পুলিশ সদস্যরা। ঝড় বৃষ্টির সময় ঝুঁকি নিয়ে রাত কাটাতেন এ ফাড়িতে কর্মরত সদস্যরা। বিষয়টি বিবেচনা করে রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে আধনিক ভবন ভাড়া করে ফাড়িটি স্থানান্তর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়