শিরোনাম
◈ আহমেদাবাদে হ‌তে পা‌রে  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ◈ জুলাই সনদ ও গণভোট নি‌য়ে উত্তপ্ত রাজনী‌তির মাঠ, দলগুলো কি সমঝোতায় পৌঁছাতে পারবে? ◈ কক্সবাজার বিমানবন্দরে কুকুরের ধাক্কায় অল্পের জন্য দুর্ঘটনা এড়াল ইউএস-বাংলার ফ্লাইট ◈ ভালোবাসার টানে বাংলাদেশে আসা চীনা নাগরিক বিয়ে না করে যে কারণে দেশে ফিরছেন ◈ দুই বি‌লিয়ন ডলা‌রে বিক্রি হবে আই‌পিএ‌লে বর্তমান চ‌্যা‌ম্পিয়ন  আরসিবি ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান হামলা: নিহত ১, আহত ৯ ◈ পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি ◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও)

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের দক্ষতায় ব্যবসায়ী ফিরে পেল খুয়ে যাওয়া ট্রাকভর্তি ধান

সাইফুল আরিফ : [২] নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ব্যবসায়ীর ট্রাকভর্তি ধান নিয়ে ২১ মার্চ পাবনার ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে উধাও হয়ে যায় এর চালক।

[৩] বিষয়টি প্রতারণা বুঝতে পেরে পরদিন মোহনগঞ্জ থানায় সাধারণ ডয়েরি করেন স্থানীয় ব্যবসায়ী একরামুল হাসান চৌধুরী। ওই ট্রাকটিতে ১৮৫টি বস্তায় ৩৪৬ মন ৩৫ কেজি ধান ছিল। যার মূল্য তিন লক্ষ ৮ হাজার ৪৪১ টাকা বলে ডায়েরিতে উল্লেখ করেন তিনি।

[৪] তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে অবস্থান শনাক্ত করার পর ২৩ মার্চ দিবাগত রাত তিনটার দিকে এসআই মো. সানোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে চালক মিনজু মিয়া ওরফে মঞ্জু (৩৫) গাজীপুরের মৌচাক থেকে আটক করার পর তার দেয়া তথ্যমতে টাঙ্গাইলের কালিহাতি থেকে অপর সহযোগী তসলিম তালুকদারকে (৪০) আটক করা হয়।

[৫] এ সময় কালিহাতির এলেঙ্গা ফিলিং স্টেশনে পার্কি করা অবস্থায় ধান বহনকারী ট্রাকটি জব্দ করার পাশাপাশি স্থানীয় একটি অটো রাইস মিলের চালাত থেকে ৩৪৬ মন ৩৫ কেজি ধান ও পাশে থাকা খালি ১৮৫টি বস্তা জব্দ করা হয়।

[৬] রোববার (২৫ মার্চ) বিকাল তিনটায় মোহনগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান।

[৭] ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিকাল চারটার দিকে ওই দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের সাত দিনের রিমান্ত আবদেন করবে পুলিশ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়