দৌলতখান প্রতিনিধি : [২] ভোলার দৌলতখানে শনিবার এক কিশোরী ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মালা বেগম (১৬) নামে ওই কিশোরী উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা গ্রামের ৩ নং ওয়ার্ডের মক্ষি বেপারী বাড়ির কাভার্ড ভ্যান চালক মাইনুদ্দিনের মেয়ে।
[৩] খবর পেয়ে থানা পুলিশ শনিবার রাতেই ঘটনাস্থল থেকে কিশোরীর লাশ উদ্ধার করে রোববার সকালে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
[৪] রোববার সকালে কন্যা শোকে বিলাপ করতে করতে কিশোরীর মা রিনা বেগম বলেন, আমরা স্বপরিারে দীর্ঘদিন যাবত ঢাকার শামপুর পাগলা এলাকায় বসবাস করে আসছি। স্বামী মাইনুদ্দিন ঢাকাতেই কাভার্ড ভ্যান চালান। ৪ এপ্রিল ৩ মেয়েসহ বাপের বাড়ি মাতাব্বর বাড়ি বেড়াতে আসি। লগডাউনের কারণে ঢাকায় যেতে পারিনি।
[৫] আমার মেয়ের বুকে ব্যথাসহ মানসিক একটু সমস্যাছিল। মাঝে মাঝে এ সমস্যাটি দেখা যেত। শনিবার সন্ধায় সবাই ইফতারির প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় হঠাৎ দেখি মেয়ে ঘরে নেই। বাড়ির সব ঘরে খুঁজেও পেলাম না।
[৬] এদিকে শনিবার সন্ধার পর আশ-পাশে খুঁজতে গিয়ে বাড়ির সামনের পুকুরের উত্তর পাড়ে পুকুরের দিকে হেলে পড়া একটি সুপাড়ি গাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয়রা কিশোরীর আত্মহননের কোনো কারণ জানেন না বলে জানান।
[৭] এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, লাশের সুরতহালে প্রাথমিকভাবে মনে হচ্ছে আত্মহত্যা। তবে ময়নাতদন্ত রিপোর্ট এলে বোঝা যাবে এটা হত্যা না কি আত্মহত্যা।
[৮] থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে পরবর্তি ব্যাবস্থা নেয়া হবে।