শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৮ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সকল বাধা পেরিয়ে হুমায়রা ফারাহ পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার

স্পোর্টস ডেস্ক: [২] পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম হুমায়রা ফারাহ। প্রথম দিকে নারীরা আম্পায়ার হতে পারবে না, এমন একটি ধারণা ছিল। তবে চ্যালেঞ্জ নিয়ে এই দায়িত্ব পালন করা শুরু করেন তিনি।

[৩] ক্যারিয়ারে ১৭০টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্বপালন করা এই নারীর জন্ম লাহোরে। কলেজে থাকাকালীন হকি খেলার সঙ্গে জড়িয়ে পড়েন। খেলেছেন পাকিস্তান জাতীয় দলের হয়েও।

[৪] বড় ভাই হুমায়রাকে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সের ভর্তি করিয়ে দেন। পড়া শেষ করে লাহোরের গ্যারিসন বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস বিভাগে কাজ শুরু করেন। ২৮ বছর বিশ্ববিদ্যালয়টিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

[৫] ২০০৫ সালে আম্পায়ার হওয়ার প্রাথমিক কোর্স করেন। প্রথম নারী হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্যানেল ওয়ান ও টু কোর্সে পাস করেন। একই বছর আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার। প্রথমবারের মতো এই পেশায় জড়িত হই। শুরুতে মানুষ নানা কথা বলতে থাকে। লম্বা সময়ের জন্য মাঠের দায়িত্ব পালন করতে হবে। নারী হওয়ার কারণে আমাকে নিরুৎসাহিত করা হয়। যদিও আমি চ্যালেঞ্জ গ্রহণ করে সফল হই।

[৬] পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। যদিও ছেলেদের তুলনায় মেয়েদের অংশ গ্রহণ খুবই কম। ২৫ বছর আগে নারী ক্রিকেট দল গঠন করা হলে রক্ষণশীলরা বেশ সমালোচনা শুরু করে। বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে সপ্তম স্থানে অবস্থান করছে দেশটির নারী দল।

[৭] পেশাদার আম্পায়ার হয়েও নিজের পরিবারকে সময় দিয়েছেন সব সময়। নিয়মিত ঘরের কাজও করতেন। একমাত্র ছেলেকে উচ্চ শিক্ষিত হিসেবে গড়ে তুলেছেন। হুমায়রা ফারাহ বলেন, আমার মা আমাকে যেমন শিক্ষা দিয়েছেন চেষ্টা করেছি ছেলেকেও তেমন করেই বড় করতে। বর্তমানে আমার ছেলে একজন ক্যামিক্যাল ইঞ্জিনিয়ার। - আরটিভি/ ক্রিকেট পাকিস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়