শিরোনাম
◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী ◈ কূটনৈতিক সংকট ছাপিয়ে বাণিজ্যে ভারত–বাংলাদেশের পারস্পরিক নির্ভরশীলতা বাড়ছে ◈ বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন ◈ এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি ◈ এ‌শিয়া কাপ, রা‌তে আফগানিস্তা‌নের মু‌খোমু‌খি বাংলাদেশ ◈ ডাকসুর ভিপি সাদিক কায়েম: হিজাব–নন-হিজাব, সবার পোশাক ও পরিচয়ের সমান অধিকার নিশ্চিত হবে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৩:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর মোরেলগঞ্জে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু

শেখ সাইফুল: [২] মোরেলগঞ্জে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট মানুষ কলসি হাতে দূর-দূরান্তে ছুটছে মানুষ। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন দৈনিক-এ সংবাদ প্রকাশিত হওয়ার পর বাগেরহাটের মোরেলগঞ্জে খাবার পানির তীব্র সংকট নিরসনে সরকারিভাবে ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ শুরু হয়েছে।

[৩] শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা চত্বরে এ পানি সরবরাহ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। সরবরাহের শুরুতেই পানি নেয়ার জন্য এলাকার শত শত নারী পুরুষ উপচে পড়ে। পানি নেয়ার অপেক্ষায় রয়েছে দীর্ঘ লাইন রয়েছে।

[৪] মোরেলগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘ কয়েক মাস যাবৎ বিশুদ্ধ পানির অভাবে ভুগছিল। খাবার পানি অভাবে ডায়রিয়াসহ পেটের পিড়ায় এলাকার শত শত পরিবার। পৌর সদরের খাবার পানির একমাত্র পানির উৎস্য থানার পুকুরের খনন কার্য কয়েক মাস ধরে চলছে। যার কারনে পুকুরটি এখন পানি শূণ্য। পাশ্ববর্তী প্রশাসন চত্বরে আরো দুটি পুকুর থাকলেও একটির পানি তলানিতে। পানি থেকে গন্ধ পাওয়া যাচ্ছে। এ পুকুরের পানিই এখন পৌরবাসীর একমাত্র ভরসা।

[৫] পানি সরবরাহ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, আর উপস্থিত ছিলেন- পৌর মেয়র মনিরুল হক তালুকদার, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এফ এম ইসমাইল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম প্রমুখ।

[৬] উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, মোরেলগঞ্জে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়ায় জেলা প্রশাসকের সহায়তায় এ পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এ প্লান্টের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্পটে এ সরবরাহ কার্যক্রম চলবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়