চট্টগ্রাম প্রতিনিধি: [২] এ সময়ে নতুন ১৭১ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১২ দশমিক ৮৬ শতাংশ।
[৩] সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে বলা হয়, নগরীর ছয়টি ল্যাবে গতকাল শনিবার চট্টগ্রামের ১ হাজার ৩৩০ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১৭১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের বাসিন্দা ১৪১ জন ও দশ উপজেলার ৩০ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ৪৮ হাজার ৮৮৭ জন। এর মধ্যে শহরের ৩৯ হাজার ২৪১ জন ও গ্রামের ৯ হাজার ৬৪৬ জন।
[৪] গতকাল করোনায় জেলায় এ যাবতকালের সর্বোচ্চ ১১ রোগীর মৃত্যু হয়। এদের মধ্যে ৮ জন শহরের ও ৩ জন গ্রামের বাসিন্দা। জেলায় মৃতের সংখ্যা এখন ৪৯৭ জন। এতে শহরের বাসিন্দা ৩৭০ জন ও গ্রামের ১২৭ জন। সম্পাদনা: জেরিন আহমেদ