ফজলুল হক: গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের পূর্ব সদরচালা গ্রামে শুক্রবার রাতে বাবার সাথে অভিমান করে ছেলে আল আরাব (১৬) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। নিহত হলো উপজেলার সদরচালা গ্রামের আক্তার হেসেন মিরাজের ছেলে আল আরাব।
পুলিশ ও এলাকাবাসী জানান,আল আরাব দীর্ঘদিন ধরে এলাকার একটি মেয়ের সাথে গ্রেম করে আসছিলো। সেই মেয়েকে বিয়ে করার জন্য পরিবারের লোকজনকে বার বার তাগিদ দেয় আল আরাব। কিন্তু আল আরাবের বাবা আক্তার হোসেন এতে বাবা দিয়ে বিয়েতে রাজি হয় না। এতে ছেলে আল আরাব বাবার প্রতি ক্ষুব্দ হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে গত রাতে আল আরাব তার বোনের বাসা থেকে রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যায়। তার বড় ভাই আল ফাহাদ রাত ১১টায় দিকে রুমে ঢুকে করে দেখতে পায় আল আরাব ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে।
এ সময় তার ডাক-চিৎকারে পরিবারে বাকি সদস্যরা ছুটে আসে। পরে রাত একটায় কালিয়াকৈর থানার পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির এস আই মফিজ জানান,খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। পরে পরিবারের আইননি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়।