শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৩:৪৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৩:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় কৃষকের ধান কাটা-মাড়াই করে দিলেন যুবলীগ

আশরাফুল নয়ন: [২] নওগাঁয় নজরুল ইসলাম নামে এক কৃষকের জমির ইরিবোরো ধান কাটা মাড়াই করে দিয়েছে জেলা যুবলীগ।

[৩] শনিবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের আনন্দবাজার সড়কের পাশে ধান কাটা হয়। এতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়। ধান কাটা মাড়াইয়ে প্রায় ২৫ জন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

[৪] জানাগেছে, সদর উপজেলার চন্ডীপুর ইউনিয়নের আনন্দবাজার মহল্লার কৃষক নজরুল ইসলাম। এক বিঘা জমিতে ইরিবোরো ধান কাটা মাড়াইয়ের সময় হয়েছে। শ্রমিকদের মজুরি দেয়ার মতো সামর্থ নাই। পরে তিনি যুবলীগের সঙ্গে যোগাযোগ করলে ধান কাটা মাড়াইয়ের জন্য আশ্বস্থ করা হয়। শনিবার সকালে বিমান কুমার রায় সকালে ধান কাটার কাস্তে নিয়ে প্রায় ২৫ জন যুবলীগের নেতাকর্মীদের নিয়ে কৃষক নজরুল ইসলামের জমিতে হাজির হন। দুপুর পর্যন্ত ধান কেটে পরে কৃষকের বাড়িতে নিয়ে গিয়ে মাড়াই করে দেয়া হয়।

[৫] কৃষক নজরুল ইসলাম বলেন, এক দিকে জমির ধান পেকে গেছে। গত কয়েক দিন থেকে আবহাওয়া খারাপ যাচ্ছে। ঝড় বৃষ্টির ভয় করছিলাম। ঝড়বৃষ্টি শুরু হলে ধানের ক্ষতি হয়ে যাবে এবং বিপাকে পড়তে হবে। বর্তমান বাজরে শ্রমিকদের মজুরিও বেশি। পরে যুবলীগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাকে ধান কাটা মাড়াই করে দিবে বলে আশ্বস্থ করেন। আমি খুবই খুশি। কোন মজুরি ছাড়াই তারা ক্ষেত থেকে ধান বাড়িতে পৌছে দিয়ে মাড়াই করে দিয়েছেন।

[৬] নওগাঁ জেলা যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রায় বলেন, কৃষকরা কষ্ট করে তাদের সোনার ফসল ফলান। আর সেই ফসল যদি প্রাকৃতিক কোন কারণে নষ্ট হয়ে যায় তার কষ্টের অন্ত থাকে না। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে কৃষকদের সুবিধার জন্য ধান কেটে দিয়েছি। শ্রমিক সংকট থাকায় অনেক কৃষক তাদের পাকা ধান নিয়ে দুশ্চিন্তায় আছেন। যদি কোন কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে না পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাদেরকে আমরা যুবলীগের পক্ষ থেকে সহযোগীতা করবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়