শিরোনাম
◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসাইন: ২৮ তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু ২৫ তারিখ থেকে সীমিত আকারে মার্কেট খোলা, আমার মনে হয় পলিসি মেকাররা নিজেরাই তালগোল লাগিয়ে ফেলছেন!

আরিফ আর হোসাইন: ২৮ তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু ২৫ তারিখ থেকে সীমিত আকারে মার্কেট খোলা, আমার মনে হয় পলিসি মেকাররা নিজেরাই তালগোল লাগিয়ে ফেলছেন। এই সীমিত আকার জিনিসটা অনেক ভাবাচ্ছে, তবে আমার সাবেক সচিব খালু ‘সীমিত আকারে শপিং’-এর ব্যাপারে একটা থিওরি বের করেছেন। আমি তাকে ফোন দিলাম ; ‘খালু বিষয়টা কি বুঝাও তো?’ ‘বিষয়টা নিতান্তই সিম্পল... আমি আজ নিজে মাথা না খাটালে বুঝতেই পারতাম না’ ‘বুঝাও তো’ ‘মনে কর, যে দোকান পায়জামা-পাঞ্জাবি দুইটাই বিক্রি করে, সে এক খদ্দেরের কাছে হয় পায়জামা, না হয় পাঞ্জাবি বিক্রি করতে পারবে... যেকোনো একটা’ ‘ঈদে শুধু চোষ পায়জামা দিয়ে কি করবো?’ ‘আরে বোকা... পরের দিন আবার সীমিত আকারে যখন শপিং করতে যাবি, তখন পাঞ্জাবি কিনবি’। ‘ও আচ্ছা... আমি তো ভেবেছিলাম প্রতি দোকানের ঝাঁপটা সীমিত বা অর্ধেক নামানো থাকবে, নিচু হয়ে গেরিলা বাহিনীর মতো ঢুকে কেনাকাটা করতে হবে’। ‘তোরা এই জ্ঞান নিয়ে কেমনে লেখালেখি করস বুঝি না... সীমিত আকারে শপিং এর মতো এই সিম্পল বিষয়টাই জাতি বুঝতে পারছে না দেখে দুঃখ পেলাম’।

‘না সিরিয়াসলি খালু, আমিও সারারাত ভেবেছি... ভেবে বের করেছি যে সীমিত মানে, শুধু ঈদের সুতির পাঞ্জাবি বা নর্মাল শাড়ির দোকান খোলা থাকবে কিন্তু বিয়ের পাঞ্জাবি বা শাড়ির দামি দোকানগুলো বন্ধ থাকবে’। ‘চুপ থাক... কোনো কিছুই কমপ্লিট বন্ধ থাকবে না... সবই সীমিত আকারে চলবে’ ‘আচ্ছা খালু জুতা? জুতার দোকান কেমনে সীমিত আকারে চলবে? এক পায়েরটা আজকে... আরেকটা পরে এমনে?’ ‘আরে বোকা, তারা এক খদ্দেরকে জুতা আর মোজা দুইটাই একসাথে দিবে না...’। ‘কিন্তু আমরা তো পায়জামার সাথে স্যান্ডেল পরি তো শুধু স্যান্ডেলের ক্ষেত্রে কি হবে? স্যান্ডেল পরতে তো মোজা লাগে না’। ‘সেই ক্ষেত্রে দোকানদার পায়জামাটা দেবে না’। ‘খালু, বাটার দোকানে পায়জামা আসলো কোথা থেকে?’ ‘দাড়া আমি নিজেও গুলিয়ে ফেলেছি... ইফতারের পর ঠাণ্ডা মাথায় আরেকটু ভাবি’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়