শিরোনাম
◈ ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে—ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি ◈ বিদ্রোহী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারে আহ্বান, না মানলে কঠোর ব্যবস্থা: বিএনপি ◈ শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আবেদনের হিড়িক ◈ গ্যাস সরবরাহ নিয়ে গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ ◈ জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণে ব্যালট বাক্স হারালে বা ছিনিয়ে নিলে কী করা হবে জানাল ইসি ◈ শেষ ওভারের নাটকীয়তায় চট্টগ্রামের জয় ◈ বি‌সি‌বি প‌রিচাল‌কের স্ট‌্যাটাস, তামিম ইকবাল ভার‌তের দালাল ◈ হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে আবেদন মুন্সীর ◈ তারেক রহমানের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ ◈ ভেনেজুয়েলার পর এবার মেক্সিকোতে স্থল হামলার ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসাইন: ২৮ তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু ২৫ তারিখ থেকে সীমিত আকারে মার্কেট খোলা, আমার মনে হয় পলিসি মেকাররা নিজেরাই তালগোল লাগিয়ে ফেলছেন!

আরিফ আর হোসাইন: ২৮ তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু ২৫ তারিখ থেকে সীমিত আকারে মার্কেট খোলা, আমার মনে হয় পলিসি মেকাররা নিজেরাই তালগোল লাগিয়ে ফেলছেন। এই সীমিত আকার জিনিসটা অনেক ভাবাচ্ছে, তবে আমার সাবেক সচিব খালু ‘সীমিত আকারে শপিং’-এর ব্যাপারে একটা থিওরি বের করেছেন। আমি তাকে ফোন দিলাম ; ‘খালু বিষয়টা কি বুঝাও তো?’ ‘বিষয়টা নিতান্তই সিম্পল... আমি আজ নিজে মাথা না খাটালে বুঝতেই পারতাম না’ ‘বুঝাও তো’ ‘মনে কর, যে দোকান পায়জামা-পাঞ্জাবি দুইটাই বিক্রি করে, সে এক খদ্দেরের কাছে হয় পায়জামা, না হয় পাঞ্জাবি বিক্রি করতে পারবে... যেকোনো একটা’ ‘ঈদে শুধু চোষ পায়জামা দিয়ে কি করবো?’ ‘আরে বোকা... পরের দিন আবার সীমিত আকারে যখন শপিং করতে যাবি, তখন পাঞ্জাবি কিনবি’। ‘ও আচ্ছা... আমি তো ভেবেছিলাম প্রতি দোকানের ঝাঁপটা সীমিত বা অর্ধেক নামানো থাকবে, নিচু হয়ে গেরিলা বাহিনীর মতো ঢুকে কেনাকাটা করতে হবে’। ‘তোরা এই জ্ঞান নিয়ে কেমনে লেখালেখি করস বুঝি না... সীমিত আকারে শপিং এর মতো এই সিম্পল বিষয়টাই জাতি বুঝতে পারছে না দেখে দুঃখ পেলাম’।

‘না সিরিয়াসলি খালু, আমিও সারারাত ভেবেছি... ভেবে বের করেছি যে সীমিত মানে, শুধু ঈদের সুতির পাঞ্জাবি বা নর্মাল শাড়ির দোকান খোলা থাকবে কিন্তু বিয়ের পাঞ্জাবি বা শাড়ির দামি দোকানগুলো বন্ধ থাকবে’। ‘চুপ থাক... কোনো কিছুই কমপ্লিট বন্ধ থাকবে না... সবই সীমিত আকারে চলবে’ ‘আচ্ছা খালু জুতা? জুতার দোকান কেমনে সীমিত আকারে চলবে? এক পায়েরটা আজকে... আরেকটা পরে এমনে?’ ‘আরে বোকা, তারা এক খদ্দেরকে জুতা আর মোজা দুইটাই একসাথে দিবে না...’। ‘কিন্তু আমরা তো পায়জামার সাথে স্যান্ডেল পরি তো শুধু স্যান্ডেলের ক্ষেত্রে কি হবে? স্যান্ডেল পরতে তো মোজা লাগে না’। ‘সেই ক্ষেত্রে দোকানদার পায়জামাটা দেবে না’। ‘খালু, বাটার দোকানে পায়জামা আসলো কোথা থেকে?’ ‘দাড়া আমি নিজেও গুলিয়ে ফেলেছি... ইফতারের পর ঠাণ্ডা মাথায় আরেকটু ভাবি’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়