শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ আর হোসাইন: ২৮ তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু ২৫ তারিখ থেকে সীমিত আকারে মার্কেট খোলা, আমার মনে হয় পলিসি মেকাররা নিজেরাই তালগোল লাগিয়ে ফেলছেন!

আরিফ আর হোসাইন: ২৮ তারিখ পর্যন্ত লকডাউন কিন্তু ২৫ তারিখ থেকে সীমিত আকারে মার্কেট খোলা, আমার মনে হয় পলিসি মেকাররা নিজেরাই তালগোল লাগিয়ে ফেলছেন। এই সীমিত আকার জিনিসটা অনেক ভাবাচ্ছে, তবে আমার সাবেক সচিব খালু ‘সীমিত আকারে শপিং’-এর ব্যাপারে একটা থিওরি বের করেছেন। আমি তাকে ফোন দিলাম ; ‘খালু বিষয়টা কি বুঝাও তো?’ ‘বিষয়টা নিতান্তই সিম্পল... আমি আজ নিজে মাথা না খাটালে বুঝতেই পারতাম না’ ‘বুঝাও তো’ ‘মনে কর, যে দোকান পায়জামা-পাঞ্জাবি দুইটাই বিক্রি করে, সে এক খদ্দেরের কাছে হয় পায়জামা, না হয় পাঞ্জাবি বিক্রি করতে পারবে... যেকোনো একটা’ ‘ঈদে শুধু চোষ পায়জামা দিয়ে কি করবো?’ ‘আরে বোকা... পরের দিন আবার সীমিত আকারে যখন শপিং করতে যাবি, তখন পাঞ্জাবি কিনবি’। ‘ও আচ্ছা... আমি তো ভেবেছিলাম প্রতি দোকানের ঝাঁপটা সীমিত বা অর্ধেক নামানো থাকবে, নিচু হয়ে গেরিলা বাহিনীর মতো ঢুকে কেনাকাটা করতে হবে’। ‘তোরা এই জ্ঞান নিয়ে কেমনে লেখালেখি করস বুঝি না... সীমিত আকারে শপিং এর মতো এই সিম্পল বিষয়টাই জাতি বুঝতে পারছে না দেখে দুঃখ পেলাম’।

‘না সিরিয়াসলি খালু, আমিও সারারাত ভেবেছি... ভেবে বের করেছি যে সীমিত মানে, শুধু ঈদের সুতির পাঞ্জাবি বা নর্মাল শাড়ির দোকান খোলা থাকবে কিন্তু বিয়ের পাঞ্জাবি বা শাড়ির দামি দোকানগুলো বন্ধ থাকবে’। ‘চুপ থাক... কোনো কিছুই কমপ্লিট বন্ধ থাকবে না... সবই সীমিত আকারে চলবে’ ‘আচ্ছা খালু জুতা? জুতার দোকান কেমনে সীমিত আকারে চলবে? এক পায়েরটা আজকে... আরেকটা পরে এমনে?’ ‘আরে বোকা, তারা এক খদ্দেরকে জুতা আর মোজা দুইটাই একসাথে দিবে না...’। ‘কিন্তু আমরা তো পায়জামার সাথে স্যান্ডেল পরি তো শুধু স্যান্ডেলের ক্ষেত্রে কি হবে? স্যান্ডেল পরতে তো মোজা লাগে না’। ‘সেই ক্ষেত্রে দোকানদার পায়জামাটা দেবে না’। ‘খালু, বাটার দোকানে পায়জামা আসলো কোথা থেকে?’ ‘দাড়া আমি নিজেও গুলিয়ে ফেলেছি... ইফতারের পর ঠাণ্ডা মাথায় আরেকটু ভাবি’। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়