শিরোনাম
◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ ◈ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সংস্কার সম্পন্ন করা জরুরি: ইইউ রাষ্ট্রদূত ◈ জাকসু নির্বাচনে কারসাজি, এক দলকে জিতিয়ে আনতে সব মনোযোগ ছিল: শিক্ষক নেটওয়ার্ক

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সের প্যারিসে ছুরিকাঘাতে এক মহিলা পুলিশ কর্মকর্তা নিহত, পুলিশের ধারণা ‘জঙ্গি হামলা’

আখিরুজ্জামান সোহান: [২] শুক্রবার (২৩ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসের র‌্যামবউইলেটের একটি পুলিশ স্টেশনে এক ব্যাক্তির ছুরির আঘাতে নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বিবিসি, সিনএনএন, ইয়ন

[৩] ৪৯ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার ঘাড়ে ছুরি দিয়ে হামলা করা হয়। হত্যাকাণ্ডটির তদন্তের ভার দেশটির এ্যান্টি টেরোরিজম ইউনিটকে দেওয়া হয়েছে এবং ওই হত্যাকাণ্ডকে সম্ভাব্য ‘ইসলামী সন্ত্রাসী’ হামলা হিসেবে অভিহিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

[৪] তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বলেন, ‘ইসলামী সন্ত্রাসবাদ’ কে কোনভাবেই ছাড় দেয়া হবে না। এক টুইটে তিনি বলেন, আমাদের যুদ্ধ ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, এদের ছাড় নেই।

[৫] কর্তৃপক্ষ বলছে, হামলার পর পুলিশ হামলাকারীকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই হামলাকারীর বয়স ৩৬ বছর এবং তিনি আফ্রিকার দেশ তিউনিশয়া থেকে ফ্রান্সে এসেছিলেন। তবে তার নাম-পরিচয় অবশ্য জানানো হয়নি।

[৬] প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি থানার বাইরে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং পায়চারি করছিলেন পরে সুযোগ বুঝে থানায় ঢোকার চেষ্টা করলে নিহত ওই মহিলা পুলিশ তাকে বাঁধা দেয় , এর পরেই সেই হামলাকারী তার ঘাড়ে ছুড়ি দিয়ে আঘাত করে।

[৭] তদন্তকারী সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারী ওই ব্যাক্তি ছুরি চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে।

[৮] বিবিস জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড ডারমানিন। পরে এক টুইট বার্তায় জিন ক্যাসটেক্স বলেন, কাপুরুষতার এক বর্বর আচরণের মধ্য দিয়ে ফ্রান্স প্রজাতন্ত্র একজন বীরকে হারিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়