শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১, ০৩:২৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২১, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সের প্যারিসে ছুরিকাঘাতে এক মহিলা পুলিশ কর্মকর্তা নিহত, পুলিশের ধারণা ‘জঙ্গি হামলা’

আখিরুজ্জামান সোহান: [২] শুক্রবার (২৩ এপ্রিল) ফ্রান্সের রাজধানী প্যারিসের র‌্যামবউইলেটের একটি পুলিশ স্টেশনে এক ব্যাক্তির ছুরির আঘাতে নারী পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বিবিসি, সিনএনএন, ইয়ন

[৩] ৪৯ বছর বয়সী ওই পুলিশ কর্মকর্তার ঘাড়ে ছুরি দিয়ে হামলা করা হয়। হত্যাকাণ্ডটির তদন্তের ভার দেশটির এ্যান্টি টেরোরিজম ইউনিটকে দেওয়া হয়েছে এবং ওই হত্যাকাণ্ডকে সম্ভাব্য ‘ইসলামী সন্ত্রাসী’ হামলা হিসেবে অভিহিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

[৪] তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বলেন, ‘ইসলামী সন্ত্রাসবাদ’ কে কোনভাবেই ছাড় দেয়া হবে না। এক টুইটে তিনি বলেন, আমাদের যুদ্ধ ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে, এদের ছাড় নেই।

[৫] কর্তৃপক্ষ বলছে, হামলার পর পুলিশ হামলাকারীকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। ওই হামলাকারীর বয়স ৩৬ বছর এবং তিনি আফ্রিকার দেশ তিউনিশয়া থেকে ফ্রান্সে এসেছিলেন। তবে তার নাম-পরিচয় অবশ্য জানানো হয়নি।

[৬] প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি থানার বাইরে মোবাইল ফোনে কথা বলছিলেন এবং পায়চারি করছিলেন পরে সুযোগ বুঝে থানায় ঢোকার চেষ্টা করলে নিহত ওই মহিলা পুলিশ তাকে বাঁধা দেয় , এর পরেই সেই হামলাকারী তার ঘাড়ে ছুড়ি দিয়ে আঘাত করে।

[৭] তদন্তকারী সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, হামলাকারী ওই ব্যাক্তি ছুরি চালানোর সময় ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করে।

[৮] বিবিস জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স এবং স্বরাষ্ট্রমন্ত্রী জুরাল্ড ডারমানিন। পরে এক টুইট বার্তায় জিন ক্যাসটেক্স বলেন, কাপুরুষতার এক বর্বর আচরণের মধ্য দিয়ে ফ্রান্স প্রজাতন্ত্র একজন বীরকে হারিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়