হারুন-অর-রশীদ: ফরিদপুরের সালথায় আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে দুই রাকাত নফল নামাজ আদায় করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২৩ এপ্রিল) জুমার নামাজের পর উপজেলার কাগদী গ্রামে এলাকাবাসীর উদ্যোগে এ নফল নামাজ আদায় করা হয়।
স্থানীয়রা জানায়, সালথা উপজেলার কাগদী এলাকায় জমিতে বৃষ্টির জন্য ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। জমির খোলা মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। এসময়, নফল নামাজ শেষে মোনাজাতও করা হয়। তারা, বৃষ্টি কামনা ও সকল প্রকার বালা-মসিবত থেকে মুক্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।