বিনোদন ডেস্ক: ‘কাজ না পেলে এ বার হাত পাততে হবে,’ অতিমারিতে চরম অর্থসঙ্কটে দিলীপকুমারের ভাইপো অভিনেতা আয়ুব খান
দেড় বছর ধরে কাজ নেই। শেষ সম্বল বলতে পড়ে থাকা সামান্য সঞ্চয়। অর্থসঙ্কটের কথা সংবাদমাধ্যমে জানিয়ে ভেঙে পড়লেন অভিনেতা আয়ুব খান।
চলচ্চিত্র এবং দূরদর্শনের জনপ্রিয় এই অভিনেতা জানিয়েছেন, গত দেড় বছর ধরে তিনি কিচ্ছু উপার্জন করেননি। সঙ্কটজনক এই পরিস্থিতি তাঁর মানসিক অবস্থাকে প্রভাবিত করেছে বলেও জানিয়েছেন তিনি।
আর্থিক অবস্থার সুরাহা না হলে তাঁকে অন্য কোথাও থেকে সাহায্য নিতে হবে। অর্থাৎ কারও কাছে হাত পাততে হবে। সংবাদমাধ্যমে সে কথাও জানিয়েছেন আয়ুব।