শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ১১:৪৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে কোভিড চিকিৎসায় সেনাবাহিনী, জার্মানি থেকে ২৩টি অক্সিজেন প্লান্ট আনা হল

রাশিদুল ইসলাম : [২] কোভিড পরিস্থিতি সামাল দেওয়া না যাওয়ায় দিল্লি ক্যান্টনমেন্টে ৩৫০ বেডের সেনা হাসপাতালটি ১ হাজার বেডের কোভিড হাসপাতাল হিসেবে এক সপ্তাহের মধ্যে চিকিৎসা দিতে শুরু করবে। ৬৩টি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালকে সাধারণ মানুষের কোভিড চিকিৎসা দিতে ভারতের সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দি ওয়াল/দি প্রিন্ট

[৩] কোথাও বেড চেয়ে হাহাকার, কোথাও বা অক্সিজেনের অভাবে ধুঁকছে রোগী। আবার কোথাও মৃতদেহ সৎকারের জায়গা নেই। ভারতের রাজধানী দিল্লি জুড়ে এমন দৃশ্য। কোভিড পরিস্থিতি যেন সুনামির মতো আছড়ে পড়েছে, বেসামাল সমস্ত অবকাঠামো। চিকিৎসা ব্যবস্থাপনা সামাল দিতে সেনা নামানোর কথাও বলা হয়েছে। ভ্রাম্যমান হাসপাতাল তৈরি করতে যাচ্ছে ভারতীয় সেনা।

[৪] দিল্লির সেনা মুখপাত্র কর্নেল আমন আনন্দ জানিয়েছেন, হাসপাতালের অক্সিজেন অবকাঠামো বৃদ্ধির জন্যে জার্মানি থেকে ২৩টি মোবাইল অক্সিজেন উৎপাদন প্লান্ট আনা হয়েছে আকাশ পথে। এই হাসপাতালের জন্যই কাজে লাগানো হবে সেগুলি।

[৫] দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এর আগে দিল্লিতে আক্রান্তের হার ৩০ শতাংশ জানালেও বর্তমানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারে পৌঁছে যাওয়ায় তা বেড়ে ৩৬.২৪ শতাংশে দাঁড়িয়েছে।

[৬] দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ধুঁকতে ধুঁকতে, মাত্র ২৪ ঘণ্টায় তিলে তিলে মারা গেছে ২৫ জন মুমূর্ষু করোনা রোগী।

[৭] দিল্লির হাসপাতালের বাইরে করোনা রোগী ও তাদের আত্মীয়দের লম্বা লাইন। একের পর এক হাসপাতাল অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কথা জানাতে শুরু করেছে সরকারকে। বেডের অভাব শুরু হয়েছে আগেই। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও একের পর এক আক্রান্ত হচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়