শিরোনাম
◈ আমরা তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে আজকের সংবাদ সম্মেলনে হাজির হয়েছি: যুবদল সভাপতি (ভিডিওি) ◈ পরকীয়া ঠেকাতে ছেলের কাঠমান্ডুগামী ফ্লাইটে ‘বোমা’ আতঙ্ক ছড়ানোয় মা-সহ গ্রেপ্তার ৩: র‍্যাব ◈ মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতায় বাংলাদেশিদের গ্রেপ্তার: যৌথ তদন্তে কাজ করবে ঢাকা-কুয়ালালামপুর ◈ “বাংলা মাতৃভাষা বললে বিদেশি”, আসামে আসন্ন আদমশুমারি ঘিরে হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে তোলপাড় ◈ চান্দিনায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষনের অভিযোগ ◈ ঘোড়াশালে এক কেজি কাঁচামরিচের দাম ৬০০ টাকা”ক্রেতারা দিশেহারা ◈ ‘আমরা মানুষ হবো কবে?’:মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে আজহারীর হৃদয়বিদারক প্রতিক্রিয়া ◈ মিটফোর্ড হত্যাকাণ্ড: “নরপিশাচদের সামলান” — তারেক রহমানকে এনসিপি নেতা সারজিস আলমের কড়া বার্তা ◈ সেনাবাহিনী-পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির অপপ্রয়াস চালানো হচ্ছে: আইএসপিআর ◈ মিটফোর্ডে সোহাগ হত্যা: দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার আশ্বাস আইন উপদেষ্টা আসিফ নজরুলের

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:০৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জে কিশোর গ্যাং টেনশন গ্রুপে’র হামলায় আহত ৩, আটক ৩

মনজুর অনিক: [২] নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং টেনশন গ্রুপকে নিয়ে টেনশনে প্রশাসন। প্রতিনিয়ত ছিনতাই, মাদক ও মারামারির ঘটনা ঘটিয়ে চলছে। সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনও পাল্টাচ্ছে কিশোর গ্যাং টেনশন গ্রুপ। ফলে প্রশাসন অসহায় হয়ে পরছে।

[৩] এদিকে বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে মিজমিজি দক্ষিনপাড়া এলাকায় ৪টি মোটর সাইকেলে করে ১০/১২জনের একটি গ্রুপ হামলা চালিয়ে দোলন,আল আমিন ও রিপন নামে তিন যুবককে রক্তাত্ত জখম করেছে। এ ঘটনায় ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনগন। ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এএসআই রবিউল আলম বলেন,জনতা কিশোর গ্যাং টেনশন গ্রুপে’র ৩ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের থানায় আনা হচ্ছে।

[৪] দক্ষিণপাড়া এলাকায় জানায়, মিজমিজির সন্ত্রাসী শফিকুল ইসলাম সফি’র ছেলে সিমান্ত টেনশান গ্রুপ নামে একটি কিশোর গ্যাং গ্রুপ গড়ে তুলেছে। এই কিশোর গ্যাংটি ভয়াবহ আকার ধারন করছে।এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও মারামরিসহ নানা অপরাধ করে চলছে এই কিশোর গ্যাং গ্রুপ সিমান্ত। ফলে নানা অপরাধে জড়িয়ে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে।

[৫] থানা পুলিশ জানিয়েছে এই কিশোর গ্যাং বাহিনী সদস্যদের গ্রেফতার করছে পুলিশের অভিচান চলমান হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু বলেন, এলাকায় মাদক, ছিনতাই, প্রতিরোধ করছি,তাই টেনশন গ্রুপে’র (কিশোর গ্যাং লিডার সিমান্ত) তার বাহিনী নিয়ে দক্ষিনপাড়া এলাকায় মহড়া দিচ্ছে। এবং যাকে পাচ্ছে তাকে পিস্তল দিয়ে মারধর করছে।

[৬] এই গ্রুপটিকে দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের প্রতি আহবান করছি।সিদ্ধিরগঞ্জ থানা ওসি মশিউর রহমান বলেন,কিশোর গ্যাং সমাজের জন্য ক্যান্সার। তাদের নির্মূল করতে পুলিশ অভিযান চালাচ্ছে। মিজমিজি থেকে তিন জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,টেনশন গ্রুপ আর ঠান্ডা গ্রুপ হক,কোন ছাড় নয়। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়