বাশার নূরু: [২] মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) চলমান পরিস্থিতিতে সারাদেশে জেলা-উপজেলায় দলীয়ভাবে দরিদ্র, অসহায় ও দুঃস্থ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ত্রাণ সহায়তা জোরালো করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[৩]বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির এই নির্দেশনা জেলা ও উপজেলা নেতাদের মাঝে টেলিফোন ও মুঠোফোনে এসএমএস’র মাধ্যমে সারাদেশের দলীয় নেতাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরামর্শে দফতর সেল দলীয় সভাপতির এ নির্দেশেনা কার্যকর করে।
[৪]আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দলীয় নেতাদের ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। আমরা আজ আনুষ্ঠানিকভাবে সে বার্তা পৌঁছে দিয়েছি।