শিরোনাম
◈ ইরানের ক্ষমতা পেলে ইসরায়েলকে স্বীকৃতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের ঘোষণা রেজা পাহলভির ◈ আমেরিকা নতুন ভিসা নীতি ঘোষণা: বিশ্বকাপে নামতে পারবে ব্রা‌জিল, কল‌ম্বিয়া ও  মিশর ◈ পোস্টাল ব্যালটে ভোটের জন্য দেশ ও প্রবাসী ১৫ লাখ ভোটারের নিবন্ধন ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অচলাবস্থা, বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল ◈ সেতু থেকে ১৬ মাসের সন্তানকে ফেলে দিয়ে থানায় মায়ের আত্মসমর্পণ ◈ কঠোর হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের, নিচ্ছে যুদ্ধের জন্য প্রস্তুতি ◈ কুমিল্লা-৬ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার,দিলেন নির্বাচন পরিচালনার দায়িত্ব ◈ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনের হাজারো পোস্টাল ব্যালট পেপার যুক্তরাষ্ট্রের গুদামে ◈ চূড়ান্ত হলো নবম পে স্কেলের গ্রেড সংখ্যা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুরাদনগরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন

ফাহাদ রহমান: [২] কুমিল্লার মুরাদনগরে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হাজী মোঃ খোরশেদ আলম চৌধূরীর দাফন রাষ্টীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি মুরাদনগর উপজেলা সদরের কলেজ পাড়া চৌধূরী বাড়ীর মৃত আব্দুল কাদের চৌধূরীর ছেলে।

[৩] বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা সদরের বড় মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মুরাদনগর উপজেলা প্রশানের পক্ষ থেকে সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল এর নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম চৌধূরী কে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজার নামাজ শেষে ক্যাপ্টেন এস কে এম সাদমান হোসেন এর নেতৃত্বে কুমিল্লা ক্যান্টেরমেন্ট সেনাবাহিনীর একটি চৌকস টিম জাতির এই সূর্য সন্তানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে বীর মুক্তিযুদ্ধা খোরশেদ আলম চৌধূরীকে মুরাদনগর কেন্দ্রিয় কবরস্থানে দাফন করে বিদায়ী সালাম প্রদান করেন সেনাবাহিনীর একটি টিম।

[৪] পরিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে তিনি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে দ্রুত মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে ভোর ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।

[৫] মৃত্যুকালে খোরশেদ আলম চৌধূরী স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনীগ্রাহী রেখে গেছেন। মহান এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন তার এক সময়ের রণাঙ্গনের সাথীরা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়