শিরোনাম
◈ বুটেক্সকে তথ্য প্রযুক্তি ও বিশ্ব পরিস্থিতির বিবেচনায় শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ রাষ্ট্রপতির ◈ স্বর্ণের দাম কমলো ◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের 

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালিয়াকৈরে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, ভুয়া পুলিশ গ্রেপ্তার

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে মামলার ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে দুই ধাপে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে ৩য় বারের মতো টাকা আদায় করতে গেলে সন্দেহ হওয়ায় তাকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

[৩] গ্রেপ্তারকৃত হলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার শরিষাধাইর চরপাড়া এলাকার ইছাক মিয়ার ছেলে শাহিন মিয়া। তিনি অবসর প্রাপ্ত সেনা সদস্য ছিলেন।

[৪] এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন সেনা বাহিনী থেকে অবসর নেওয়ার পর দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার টানকালিয়াকৈর এলাকার বারেক মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন। এ সুযোগে তিনি বিভিন্ন সময় স্থানীয় লোকজনের কাছে নিজেকে কালিয়াকৈর থানা পুলিশের এসআই পরিচয় দেন।

[৫] সম্প্রতি উপজেলার সুত্রাপুর এলাকার সিদ্দিক মিয়ার বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ হয়। ওই অভিযোগের খবর পেয়ে ওই অবঃপ্রাপ্ত সেনা সদস্য শাহিন নিজেকে পুলিশ পরিচয় দিয়ে অভিযুক্ত সিদ্দিকের বাড়িতে যান। মামলার ভয় দেখিয়ে তার কাছ থেকে পর পর দুই ধাপে ৩ হাজার ও ৫ হাজার টাকা আদায় করেন শাহিন।

[৬] সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে ওই অবঃপ্রাপ্ত সেনা সদস্য শাহিন আবারও সিদ্দিকের বাড়িতে যান। এ সময় সিদ্দিককে মামলার ভয় দেখিয়ে এবং ওসিকে দিতে হবে বলে আবারও ১০ হাজার টাকা দাবী করে শাহিন। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন শাহিনকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশে খবর দেয়।

[৭] খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া পুলিশ শাহিনকে আটক করে থানা নিয়ে আসে। এ ঘটনায় সিদ্দিক মিয়া বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

[৮] কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, এক ভুয়া পুলিশ গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়