শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ০৩:০৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ০৩:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসলে আর্থিক ক্ষতি হবে ওয়ার্নার-ম্যাক্সওয়েলদের

স্পোর্টস ডেস্ক :[২] অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া। এরপর পার হয়ে গিয়েছে ৪ বছর। কিন্তু বাংলাদেশে আর আসেনি ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথরা। তবে এবছরের অক্টোবরের শুরুর দিকে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে তাদের। যদিও এখনো সূচি চূড়ান্ত হয়নি।

[৩] আগামী অক্টোবরেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে, সেটি সামনে রেখে বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ওয়ার্নার-স্মিথদের। কিন্তু ইংলিশ দৈনিক ডেইলি মিরর বলছে, বাংলাদেশে সিরিজ খেলতে আসলে আর্থিক ক্ষতি হবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের।

[৪] কারণ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এলোমেলো হয়ে যাওয়া সূচিতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরটা সাংঘর্ষিক হতে পারে এ বছরের জুলাইয়ে ইংল্যান্ডে হতে যাওয়া ‘দ্য হানড্রেড’ বলের টুর্নামেন্টের সঙ্গে। ১০০ বলের সেই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ওয়ার্নার-ম্যাক্সওয়েলসহ অস্ট্রেলিয়ার জাতীয় দলে ১০ জন খেলোয়াড়ের খেলার কথা।

[৫] জুন-জুলাইয়ে তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। ডেইলি মেইলের আরও খবর, অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (ক্রিকেট অস্ট্রেলিয়া) ঠিক করেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই সরাসরি বাংলাদেশ সফরে যাবে অস্ট্রেলিয়া।

[৬] সেক্ষেত্রে অক্টোবর না হয়ে জুলাই-আগস্টে হতে পারে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ। তাতেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের ১০০ বলের টুর্নামেন্টে খেলা সংশয়ে পড়ে গেছে বলে জানাচ্ছে ডেইলি মেইল। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে অন্য সময় হলে ক্রিকেট অস্ট্রেলিয়া হয়তো তাদের প্রথম সারির ক্রিকেটারদের বাংলাদেশে যেতে বলত না। - ডেইলি মেইল / ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়