শিরোনাম
◈ খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল (ভিডিও) ◈ ভিন্ন মতকে শত্রু দেখার প্রবণতা থেকে বিরত থাকার আহ্বান মির্জা ফখরুলের ◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১, ১১:১২ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত পানি পান করার পার্শ্ব প্রতিক্রিয়া

স্বাস্থ্য ডেস্ক: বলা হয় পানির অপর নাম জীবন। তবে এটা শুধু বলা কথা নয় পানি জীবনের মূল প্রয়োজনীয়তা। মানুষের শরীরের প্রায় ৬০ শতাংশ পানি থেকে তৈরি। সুস্বাস্থ্য বজায় রাখার জন্য পানির প্রয়োজন থাকলেও অতিরিক্ত খাওয়ার ফলে মারাত্মক স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে। বার্তা২৪

শরীরের জন্য পানি কেন প্রয়োজনীয়?
পানি কোষের পুষ্টি বহন করে, বিষাক্ত পদার্থ সরিয়ে দেয়, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং খনিজ, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, গ্লুকোজ অন্তর্ভুক্ত করে।

কতটা পানি খেলে বেশি বলা যায়?
এটি নির্ভর করে বিদ্যমান স্বাস্থ্যের অবস্থা, বয়স এবং জীবনযাত্রার অভ্যাসের মতো বিভিন্ন কারণের উপর। ব্যাক্তিভেদে পানির প্রয়োজনীয়তা হয় ভিন্ন ভিন্ন।

কিডনি কতটা পানি পানি ছাড়তে পারে?
কিডনি এক ঘন্টা প্রায় ১ লিটার পানি নিঃসরণ করতে পারে। প্রয়োজনের অতিরিক্ত পানি খেলে তা ‍কিডনি অপসারণ করতে পারবে না। কিডনির সুস্থতায় কী পরিমাণ পানি খাচ্ছেন তা অতন্ত্য গুরুত্বপূর্ণ।

অত্যাধিক পানি পান করার পার্শ্ব প্রতিক্রিয়া
অল্প সময়ের মধ্যে ৩-৪ লিটার পানি পান করলে হাইপোনাট্রেমিয়া হতে পারে। এটি এমন এক সমস্যা যা শরীরের সোডয়ামের ঘনত্ব হ্রাস করে। এছাড়াও খুব বেশি পরিমাণে পানি পানের ফলে পানির নেশা হতে পারে। এতেও শরীরে সোডিয়ামের মাত্রা কমে যায়।

সোডিয়ামের ঘনত্ব কমে গেলে কী ঘটে?
সোডিয়াম ছাড়া কোষের মধ্যে তরল ভারসাম্য নিয়ন্ত্রণ করতে গেলে মস্তিষ্ক ফুলে যেতে পারে। এতে করে কোমায় চলে যাওয়া এমনকি মৃত্যুও ঘটতে পারে।

এক দিনে কতটুকু পানি পান করতে হবে?
চিকিৎসকরা বলেন, পূর্ণবয়স্ক ব্যাক্তিদের শরীরের অভ্যন্তরীণ সিস্টেম স্বাভাবিক রাখার জন্য ১ দিনে অর্থাৎ ২৪ ঘন্টায় ২-৩ লিটার পানি পান করায় যথেষ্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়