শিরোনাম
◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি ◈ ট্রাম্পকে হত্যার চেষ্টা করলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের ◈ শোডাউন-ড্রোন-পোস্টার নিষিদ্ধ: এবার ভোটের মাঠে কড়াকড়ি ◈ কোন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ করলেন সিলেটের সাবেক উপদেষ্টা? (ভিডিও) ◈ ধানের শীষে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান (ভিডিও) ◈ আজ থেকে শুরু নির্বাচনি প্রচারণা: কী করা যাবে, কী যাবে না ◈ হেয়ারকাট সিদ্ধান্ত থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক, পাঁচ ব্যাংকের আমানতকারীদের জন্য সুখবর ◈ এক হত্যার বলি তিন পরিবার: ঝালকাঠিতে ১১ জন গুমের নেপথ্যকথা ◈ আইসিসি বোর্ড সভায় ভোটাভুটিতে মাত্র একটি ভোট পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬, দোকানপাট ও ঘরবাড়ী ভাংচুর

আসাদুজ্জামান বাবুল, মাহাবুব সুলতান: [২] ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক মারপিট করেছে। হামলায় মহিলাসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

[৩] এ ঘটনার সময় হামলাকারীরা তাদের দোকান বাড়িঘর কুপিয়ে ও ভাংচুর করে দোকান ও বাড়িঘরের মালপত্র লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা।

[৪] ঘটনার সময় ৯৯৯ নম্বরের মাধ্যমে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল কোটালীপাড়া উপজেলার উত্তর বর্ষাপাড়া গ্রামে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৫] এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুত্বর আহত ব্যক্তিরা অভিযোগ করে বলেছে বর্ষাপাড়া গ্রামে গেদু শেখের ছেলে গাউস শেখের বাড়ি সংলগ্ন মাঠে স্থানীয়রা ক্রিকেট খেল ছিল। ক্রিকেট খেলার এক পর্যায়ে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে প্রতিপক্ষরা‌। এসময় গাউসের ভাতিজা মোরসালিন সেখানে উপস্থিত হয়ে বাড়ির পাশে বসে গালিগালাজ করতে নিষেধ করে। এ সময় ফরিদ শেখের ছেলে মেহেদী শেখ তাকে মারপিটের হুমকি দিয়ে খেলার মাঠ থেকে চলে যায়। রাতে গেদু শেখের বাড়ির লোকজন পার্শ্ববর্তী মসজিদে তারাবি নামাজ পড়তে যায়। এ সময় ফাঁকা বাড়ি পেয়ে কাশেম শেখের ছেলে শহিদুল শেখ, ওবায়দুল শেখ, চান মিয়া শেখের ছেলে রহমান শেখ, তারিক শেখসহ ২০/২৫ জনের একটি দল বাড়ির পাশে দোকান ও ঘরবাড়ি হামলা চালিয়ে মহিলা সহ ৬ জনকে গুরুতর আহত করে।

[৬] এ সময় তারা ঘরের দরজা জানালা কুপিয়ে ভাঙচুর করে এবং মালপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত উকিল শেখ (৯২) সালমান শেখ, (২৩) সালেহা বেগম (২০) মরিয়ম বেগম(৩০)!

[৭] এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, রাতে ই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম‌‌। অভিযোগ পেয়েছি। স্থানীয় মেম্বার বিষয়টি মীমাংসা করে দিবে বলায় মামলাটি রেকর্ড করা হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়