শিরোনাম
◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২১, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৬, দোকানপাট ও ঘরবাড়ী ভাংচুর

আসাদুজ্জামান বাবুল, মাহাবুব সুলতান: [২] ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ব্যাপক মারপিট করেছে। হামলায় মহিলাসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছে।

[৩] এ ঘটনার সময় হামলাকারীরা তাদের দোকান বাড়িঘর কুপিয়ে ও ভাংচুর করে দোকান ও বাড়িঘরের মালপত্র লুট করে নিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা।

[৪] ঘটনার সময় ৯৯৯ নম্বরের মাধ্যমে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল কোটালীপাড়া উপজেলার উত্তর বর্ষাপাড়া গ্রামে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

[৫] এ ব্যপারে কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুত্বর আহত ব্যক্তিরা অভিযোগ করে বলেছে বর্ষাপাড়া গ্রামে গেদু শেখের ছেলে গাউস শেখের বাড়ি সংলগ্ন মাঠে স্থানীয়রা ক্রিকেট খেল ছিল। ক্রিকেট খেলার এক পর্যায়ে অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকে প্রতিপক্ষরা‌। এসময় গাউসের ভাতিজা মোরসালিন সেখানে উপস্থিত হয়ে বাড়ির পাশে বসে গালিগালাজ করতে নিষেধ করে। এ সময় ফরিদ শেখের ছেলে মেহেদী শেখ তাকে মারপিটের হুমকি দিয়ে খেলার মাঠ থেকে চলে যায়। রাতে গেদু শেখের বাড়ির লোকজন পার্শ্ববর্তী মসজিদে তারাবি নামাজ পড়তে যায়। এ সময় ফাঁকা বাড়ি পেয়ে কাশেম শেখের ছেলে শহিদুল শেখ, ওবায়দুল শেখ, চান মিয়া শেখের ছেলে রহমান শেখ, তারিক শেখসহ ২০/২৫ জনের একটি দল বাড়ির পাশে দোকান ও ঘরবাড়ি হামলা চালিয়ে মহিলা সহ ৬ জনকে গুরুতর আহত করে।

[৬] এ সময় তারা ঘরের দরজা জানালা কুপিয়ে ভাঙচুর করে এবং মালপত্র লুট করে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত উকিল শেখ (৯২) সালমান শেখ, (২৩) সালেহা বেগম (২০) মরিয়ম বেগম(৩০)!

[৭] এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফর রহমান জানান, রাতে ই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম‌‌। অভিযোগ পেয়েছি। স্থানীয় মেম্বার বিষয়টি মীমাংসা করে দিবে বলায় মামলাটি রেকর্ড করা হয়নি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়